নারী সাংসদদের শপথ রোববার

Parlament সংসদসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দশম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৮ জন সাংসদ শপথ নিচ্ছেন রোববার।

সংসদ সচিবালয়ের গণ সংযোগ শাখার পরিচালক মোঃ জয়নাল আবেদীন এবিসি নিউজ বিডিকে বলেন, “রোববার সকাল ১১টায় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ পড়ানো হবে।”

বুধবার ৪৮ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচিত সাংসদদের মধ্যে আওয়ামী লীগের ৩৮ জন, ওয়ার্কার্স পার্টির একজন, জাসদের একজন, জাতীয় পার্টির পাঁচজন এবং স্বতন্ত্র জোটের তিন জন রয়েছেন।

এছাড়া বিল বকেয়ার দায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির খোরশেদ আরা হকের মনোনয়নপত্র বাতিল হয়।

‘সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন, ২০০৪’ অনুযায়ী সংসদে প্রতিনিধিত্বকারী দল ও জোটকে দেয়া আসন সংখ্যার সমান বা কম প্রার্থী থাকলেও মনোনয়ন প্রত্যাহারের সময় পার হওয়ার পরের কার্যদিবসে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হয়।

গত মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার বিধান রয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী নতুন সাংসদের শপথ পাঠ করাবেন।

দশম সংসদের প্রথম অধিবেশন ৩ এপ্রিল পর্যন্ত চলবে। সেক্ষেত্রে সংরক্ষিত আসনের নারী সাংসদরা এ অধিবেশনেই যোগ দিতে পারবেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ