আ’লীগ দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে: রফিকুল
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা বলেছেন, ‘আওয়ামী লীগ দেশকে ভয়ংকর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে না পারলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।’
শনিবার সকালে জিয়া পরিষদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, ‘একতরফা প্রহসনের মাধ্যমে তারা (বর্তমান সরকার) একটি সরকার গঠন করেছে। এ সরকারে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই। তাই জনগণকে সঙ্গে নিয়ে শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’
তিনি বলেন, ‘দেশ আজ মারাত্মক সঙ্কটে নিপতিত। যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, যে স্বপ্ন নিয়ে শহীদ জিয়া মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, দেশে আজ তা ভূলুন্ঠিত। আজকে দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। দেশের সংসদে কোনো বিরোধী দল নেই।
উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপ প্রসঙ্গে ব্যারিস্টার রফিক বলেন, ‘উপজেলা নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে আমরা সন্দেহের মধ্যে আছি। প্রশাসনের সহযোগিতায় সরকারি দলের সন্ত্রাসীরা কেন্দ্র দখল, ভোট ছিনতাই, বিরোধীদলীয় নেতাকর্মীর ওপর হামলা ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি কেন্দ্রে-কেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং অফিসাররা নিজেরাই সরকারদলীয় প্রার্থীর ব্যালটে সিল মারছে।’
জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বেলা পৌনে ১২টায় দিকে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় যোগ দেন ব্যারিস্টার রফিকুল ইসলাম।
আলোচনা সভায় সদ্য মুক্তিপ্রাপ্ত ভারতীয় ‘গুন্ডে’ ছবিতে বাংলাদেশকে নিয়ে মিথ্যা মন্তব্যের সমালোচনা করেন তিনি বলেন, ‘অদূর ভবিষ্যতে নেপাল বা ভূটানের মতো বাংলাদেশকে ভারতের নিয়ন্ত্রণে চলতে হয় কি না সে বিষয়ে নিয়ে ভাবতে হবে।’
তিনি বলেন, ‘অবৈধ’ ক্ষমতাসীনরা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা (আওয়ামী লীগ) দুর্নীতি ও সন্ত্রাসীর দল। এর ওপর ভর করে তারা ক্ষমতায় টিকে আছে। বিএনপি সন্ত্রাসে নয়, মানুষের সমর্থনে বিশ্বাস করে।’
৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে অভিযোগ করে রফিকুল ইসলাম বলেন, মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার বিনষ্ট করতে পুলিশ বাহিনীকে নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে।’
বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে সরকার ‘গ্রেফতার বাণিজ্য’ করার সুযোগ করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ব্যারিস্টার রফিক বলেন, ‘আজকের পরিস্থিতির জন্য দেশ স্বাধীন হয়নি। ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ১৪৭ আসনে ৫ ভাগেরও কম ভোট পেয়ে সরকার গঠন করার জন্য ৩০ লাখ মানুষ জীবন দেয়নি। গণতান্ত্রিকভাবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এটাই প্রত্যাশা ছিল।’
সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় আর বক্তব্য দেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদীন ফারুক, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামসহ সংগঠনের নেতারা।