অপরাধকে উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী: মোয়াজ্জেম
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শেখ হাসিনা মঞ্জু হত্যা মামলায় এইচ এম এরশাদকে বাঁচাতে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়ে অপরাধকে উৎসাহিত করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে শনিবার দুপুরে জিয়া সাংস্কৃতিক জোট আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
শাহ্ মোয়াজ্জেম বলেন, ‘শেখ হাসিনা সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদকে মঞ্জু হত্যা মামলা থেকে বাঁচাতেই তাকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন। একজন খুনিকে এভাবে নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রী অপরাধকে উৎসাহিত করছেন। কিন্তু এভাবে বেশি দিন পার পাওয়া যাবে না। দেশের জনগণ একদিন এর বিচার করবে।’
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মোয়াজ্জেম আরও বলেন, ‘শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা না দিলে আপনি এ দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না।’
জিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে আলোচনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জিয়া সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আলী আশরাফ আকন্দ প্রমুখ।