চট্টগ্রামে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় সেলিম (৩৫) নামের একজনকে গণপিটুনি দিয়ে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের আস্তানা ভাঙচুর এবং দু’টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, যুবলীগ নামধারী লিটন দাশ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বাকলিয়ার সুরভী আবাসিক এলাকার সাধারণ মানুষের জায়গা দখল করে মাদকের আস্তানা ও রিকশার গ্যারেজ তৈরি করে সেখানে অসামাজিক কর্মকাণ্ড এবং চাঁদাবাজি চালিয়ে আসছিল। এলাকার লোকজন প্রতিবাদ জানালে তারা উল্টো হুমকি দিত।
শুক্রবার জামাল ও দিদার নামের দুই ব্যক্তি প্রতিবাদ করলে লিটন দাশের সহযোগী সেলিম পিস্তল উঁচিয়ে গুলি করার হুমকি দেয়। এ সময় এলাকাবাসী সেলিমকে অস্ত্রসহ আটক করে। দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং আস্তানা ভাঙচুর করে।
বিষয়টি স্বীকার করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন জানান, এলাকবাসীর দেওয়া সংবাদের ভিত্তিতে সুরভী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল পাওয়া গেছে।