দলবাজ পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে ফলাফল পক্ষে নিতে: রিজভী

rizvi rijvi রিজভি রিজভী রুহুল কবির ruhul kobirরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভোটকেন্দ্র দখল, সরকার সর্মথক প্রার্থীদের বিজয়ী করা এবং ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার জন্য পুলিশের সহযোগিতা দরকার। এ কারণে চতুর্থ দফা উপজেলা নির্বাচনের আগে দলবাজ পুলিশ কর্মকতাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, ভোটের আগের দিন বিভিন্ন জেলায় পুলিশ সুপারের রদবদল কি কারণে করা হচ্ছে তা কারও জানতে বাকি নেই। চতুর্থ দফা উপজেলা নির্বাচনে ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার জন্য পুলিশ সুপারদের রদবদল করা হয়েছে।

শনিবার বিকেলে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এই অভিযোগ করেন।

নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচন কমিশন ব্যর্থ নয়। আমরা বলবো, সন্ত্রাস উৎপাদনে তারা সফল হয়েছে।’

তিনি বলেন, ‘সরকার দলীয় প্রার্থীরা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আগামীকালের নিবার্চনের ফলাফল নিজেদের পক্ষে নিতে। আর এ কারণে তারা জনগণকে ভয় ভীতি দেখাচ্ছে। সরকারি চক্রান্তে সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। তাই তারা নিজেদের পছন্দমত প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়েছে। যাতে করে ভোটে কারচুপি করা যায়।’

রিজভী বলেন, ‘এই অবৈধ সরকার নির্বাচন কমিশনকে যে উদ্দেশে নিয়োগ দিয়েছে তা কমিশন নিষ্ঠার সাথে পালন করছে। প্রধান নির্বাচন কমিশও গ্লানির জীবনযাপন করছে। সহিংসতা উৎপাদনে নির্বাচন কমিশন যথেষ্ট সফল হয়েছে।’

তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সর্বভৌমত্ব এই সরকার নাজুক করে রেখেছে। তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জনগণের ভোটের অধিকার হরণ করে আওয়ামী লীগ নিজেদের জনগণের সরকার বলে দাবি করলেও জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না।’

রুহুল কবীর রিজভী অভিযোগ করেন, সরকারের সবুজ সংকেত পেয়ে নির্বাচনী এলাকায় জড়ো হচ্ছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। সরকার দলের সাংসদরা বলছে, ভোট যাকে দাও বিজয়ী হবে সরকার দলের প্রার্থীরা।’

তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন জেলায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিতে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে সরকারি বাহিনী। মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি করছে এবং তাদের বাড়িতে হামলা করে এলাকা ছেড়ে চলে যেতে বলা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ