নারায়ণগঞ্জে সংঘর্ষে কাউন্সিলরসহ আটক ৩, সাংবাদিকসহ আহত ১০
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় শনিবার বিকেলে মহানগর যুবদল বিক্ষোভ মিছিল বের করলে তাতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় যুবদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ইয়াদ পত্রিকার ফটো সাংবাদিক সৌরভসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট গঠনের প্রতিবাদে বিকেল পৌনে ৪টায় শহরের চাষাড়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদলের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মিছিলটি চাষাঢ়া গোল চত্ত্বর ঘুরে সমবায় মার্কেটের সামনে আসলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউরের নেতৃত্বে পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিল নিয়ে ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার পথে উকিলপাড়া এলাকায় সদর থানার সেকেন্ড অফিসার এসআই মিজানের নেতৃত্বে একদল পুলিশ মিছিলে লাঠিচার্জ করে।
ঘটনাস্থল থেকে পুলিশ মহানগর যুবদলের আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ১৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল আমিন ও যুবদলকর্মী জীবনকে আটক করেছে।