৩১৩ জনকে ‘শাহাদাতের শপথ’ দিলেন আল্লামা শফী
হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চ সফল করতে খেলাফত আন্দোলনের ৩১৩ জনের কাফেলা শহীদ হওয়ার জন্য শপথ নিয়েছেন। তাদের শপথ করান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।
বৃহ্স্পতিবার সকালে সংগঠনের লালবাগস্থ অস্থায়ী কার্যালয়ে এই কাফেলার শপথ অনুষ্ঠিত হয়।
এ সময় লংমার্চ স্থলে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা প্রতিহতের অঙ্গিকার করেন ৩১৩ সদস্যের এই শহীদি কাফেলা।
শপথ বাক্যে আল্লামা শফী বলেন, ‘হে আল্লাহ, বদরের যুদ্ধে সাহাবীরা যেভাবে শপথ নিয়েছিল, আমরাও সেভাবে শপথ নিচ্ছি। শহীদ হওয়ার জন্য আমাদের কবুল করুন। রাসুলের (সা.) ইজ্জত রক্ষার জন্য আমাদের জীবন বিলিয়ে দেবার তৌফিক দান করুন।’
তিনি আরও বলেন, ‘সরকার লংমার্চ কর্মীদের বাধা দিয়ে হীনমন্যতার পরিচয় দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লংমার্চে আগত তৌহিদী জনতাকে লাঞ্ছিত করছে।’
বাস ও ট্রেন থেকে টুপি-দাঁড়িওয়ালাদের নামিয়ে দেয়া হচ্ছে অভিযোগ করে হেফাজত ইসলামের আমির বলেন, ‘পুলিশ, র্যাব এবং সরকারদলীয় ক্যাডাররা মসজিদের মুসল্লিদের লংমার্চের প্রতি উদ্বুদ্ধ করতে ইমামদের বাধা দিচ্ছেন।’
নবীপ্রেমিক ইমানদার তৌহিদী জনতার স্ফূরণ কোনোভাবেই ঠেকিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করে প্রবীন এই নেতা।
তিনি বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে শহীদ হয়ে যাব। তবুও এ আন্দোলন থেকে পিছপা হব না।’
নাস্তিক-মুরতাদ ও তাদের দোসরদের এদেশে কোনো ঠাঁই নেই বলে মন্তব্য করে আল্লামা শফী বলেন, ‘শাহ জালাল, শাহ পরান, শাহ আমানত, হাফেজ্জী হুজুর ও মুফতি আমিনীসহ (রহ.) ওলী-আউলিয়ার দেশে ইসলাম অবমাননাকারীদের কোনো আস্ফালন মেনে নেয়া হবে না।’
আল্লাহ ও তার রাসূলের (সা.) মর্যাদাকে সমুন্নত রাখতে দেশের সর্বস্তরের উলামা মাশায়েখ ও ইমানদার জনতাকে বজ্র শপথ নিয়ে শনিবারের লংমার্চ বাস্তবায়ন করার আহবান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামীর মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, ফয়জুল্লাহ, মাওলানা মইনুদ্দীন রুহী, ঢাকা মহানগর সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মোজাহেরুল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লোকমান হাকিম, ঢাকা মহানগর প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, নাজির হাট মাদ্রাসার মাওলানা সলিমুল্লাহ খান, মাওলানা আনাস মাদানী, মাওলানা ফারুক আহমদ, মাওলানা রিয়াজাতুল্লাহ ও আল্লামা আহমদ শফীর ব্যক্তিগত সচিব মাওলানা শফিউল্লাহ।