খালেদা জিয়াকে অবসর নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অনিয়ম আর টাকা আত্মসাতের দায় নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকেও অবসর নেওয়ার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার দুপুরে সাভারের আশুলিয়ায় কুয়েতভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা সোসাইটি অফ স্যোসাল রিফর্ম স্কুল (এসএসটিএস) পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশে খালেদা জিয়ার বিরুদ্ধে ‘জিয়া দাতব্য ট্রাস্ট’ ও ‘জিয়া এতিমখানা ট্রাস্ট’ দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করা হয়নি। বিচার হচ্ছে প্রকাশ্য আদালতে।
ইনু বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাতের মাধ্যমে রাজনৈতিক নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। অন্য কোনো দেশ হলে গুরুতর এ অভিযোগ উত্থাপন হওয়া মাত্রই দায়িত্বশীলরা পদত্যাগ করেন। খালেদা জিয়া যেটা করেছেন তা দুর্নীতি ও চুরি।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক আবু মোহাম্মদ আশওয়াদফী আল ফিকীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- কুয়েত-কাতার-মিশরসহ ওআইসিভুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা। পরে তথ্যমন্ত্রী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।