জাতীয়ভাবে হেয় করা হয়েছে ইউনূসকে: আকবর আলি

Dr Yunus ড. মুহাম্মদ ইউনুসরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ড. ইউনূস নোবেল বিজয়ী হলেও দেশের মানুষ তাকে সঠিকভাবে মূল্যায়ন করেনি।জাতীয়ভাবে তাকে হেয় করা হয়েছে। জ্ঞানীদের এভাবে হেয় করার কারণে নতুন সৃষ্টির পথে তারা এগুচ্ছে না।

শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে লেখালেখি সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলি খাঁন এ কথা বলেন।

আকবর আলি খাঁন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পাওয়ার পর সবাই তাকে সংবর্ধনা দিতে গেলে সবার উদ্দেশ্যে তিনি বলেছিলেন, পুরস্কার পাওয়ার আগে কেউ আমাকে মূল্যায়ন করেননি।একই ঘটনা ঘটেছে নোবেল বিজয়ী ড. ইউনূসের ক্ষেত্রেও।

জ্ঞানীদের মৃত্যুর পর সর্বত্র মূল্যায়ন করা হয় উল্লেখ করে তিনি বলেন, জীবিত থাকাকালে জ্ঞানীদের অবদানের বিনিময়ে পুরস্কৃত করা হলে তারা যেমনি খুশি হতো তেমনি করে তাদের অনেক অনুরাগী তৈরি হতো।

সাহিত্য পুরস্কার প্রদান প্রসঙ্গে আকবর আলি বলেন, লেখালেখিতে উৎসাহ দেয়ার জন্য পুরস্কার দুই একবার দেয়ার পর তা বন্ধ হয়ে যায়। এর ফলে কবি-লেখকরা নিরুৎসাহিত হয়। কিন্ত এর ধারাবাহিকতা অব্যাহত রাখলে নতুন লেখার প্রতি কবি-সাহিত্যিকরা অনুপ্রেরণা পেত।

এ সময় তিনি কবি আল মাহমুদকে বর্তমান সময়ের মহান কবি হিসেবে আখ্যায়িত করে তার শত বছরের দীর্ঘায়ু কামনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ড. মাহমুদ শাহ কৌরাইশী, কবি কেজি মোস্তফা, কবি আসাদ চৌধুরী, কবি মো. নুরুল হুদা প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ