ভোট ডাকাতি ও কেন্দ্র দখলে মহোৎসব চলছে: রিজভী

ruhul kabir rizvi rijvi রুহুল কবির রিজভীসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চতুর্থ দফা উপজেলা নির্বাচনেও আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র দখল, জাল ভোট প্রদান ও কারচুপির অভিযোগ করেছে বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী ।
দেশের বিভিন্ন উপজেলায় সরকারদলীয় নেতাদের কেন্দ্র দখল, হামলা ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ এনে তিনি বলেন, কেন্দ্র দখল ও ভোট ডাকাতির মহোৎসব চলছে। নির্বাচনের উৎবমুখর পরিবেশ জাদুঘরে চলে গেছে।

রোববার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির বিএনপি’র এ যুগ্ম-মহাসচিব।

রিজভী বলেন, পূর্বের কয়েক দফা নির্বাচনের মতো এবারো আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল ৯টার মধ্যে ৯১ উপজেলার বেশিরভাগ কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছে। এসময় তারা ১৯ দল সমর্থিত প্রার্থীর এজেন্টদেরকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সরকার সমর্থিতদের বিজয়ী করতে কাজ করে যাচ্ছে। তারা ছাত্রলীগ-যুবলীগ ক্যাডারদের সহযোগিতা করছে।

রিজভী বলেন, সেনা বাহিনীকে যে ক্ষমতা দেয়া হয়েছে তা লোক দেখানো। এ ক্ষমতা সেনা বাহিনীর হাতে আগেও ছিল। সেনা বাহিনীর এ ক্ষমতা একটি বিধিবদ্ধ নিয়ম। তাদের হাতে কোন ম্যাজেস্ট্রি ক্ষমতা দেয়া হয়নি। কমিশন নিজেদের অপকর্ম ঢাকতে এখন শুধু চিঠি দিয়ে গ্রেফতারের বিষয়টি সেনাবাহিনীকে জানিয়েছে।

নির্বাচন কমিশনের কাছে শত অভিযোগ করলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। এ কমিশন সরকারের তল্পিবাহক হিসেবেই কাজ করছে বলে মন্তব্য করেন তিনি ।

সংবাদ সম্মেলনে আরো ছিলেন- দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ