ঝালকাঠিতে যুবলীগকর্মী ও মুন্সিগঞ্জে আ’লীগ নেতা নিহত
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আ’লীগ নেতা ও ঝালকাঠির রাজাপুরে আ’লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদে-
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, জেলার গজারিয়ায় আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন প্রধান (৪০) নিহত হয়েছেন।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের ডাক্তার আবদুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রটি দখলের চেষ্টা করে চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ খানের সমর্থকেরা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিরুল ইসলামের পক্ষের নেতাকর্মীরা এতে বাধা দেন। আমিরুলের পক্ষের বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন প্রধানও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এসময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করেন। গুরুতর আহত অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্সক। ঘটনার পর ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার মোর্শেদ বলেছেন, ‘নির্বাচনী সহিংসতায় একজন নিহত এবং কেন্দ্রের পরিবেশ গ্রহণের উপযোগী না হওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।’
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে(কদুতলা) সকাল ১১টার দিকে আ.লীগ-বিএনপি আহত যুবলীগ কর্মী রিপন হোসেন(২৮) মারা গেছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালের শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম জানান, সকালে রাজাপুরের দক্ষিণ তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আ.লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ কর্মী রিপন মিয়া গুরুতর আহত হন। এ সময় তাকে প্রথমে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখান প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালের শেবাচিমে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।