১১ উপজেলায় ভোট বর্জন

Upozila nirbachon উপজেলা নির্বাচনডেস্ক রিপোর্ট, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চতুর্থ দফায় ৯১ উপজেলা পরিষদ নির্বাচনে এ পর্যন্ত ১১টি উপজেলায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগেরবিদ্রোহী প্রার্থী। নির্বাচনে অনিয়ম, কারচুপি, হামলা, ভোটদানে বাধা এবং প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগে এসব উপজেলায় ভোট বর্জনের ঘোষণা দেয়া হয়।

ভোট বর্জন করা উপজেলাগুলো হলো:

রাজাপুর: ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাচন বর্জন করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দল সমর্থিত প্রার্থী নাসিম উদ্দিন আকন। রাজাপুর প্রেসক্লাবে দুপুর সোয়া দুইটায় তিনি এ ঘোষণ দেন।

নাসিম উদ্দিন আকন জানান, আমার পোলিং এজেন্টদের বের করে দিয়ে প্রতিটি কেন্দ্র সরকার সমর্থকরা দখল করে নিয়েছে। দুপুর পর্যন্ত রাজাপুরে আমাদের ৩০ জন  আহত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্টেটদেরকে বারবার অভিযোগ জানাতে ফোন করা হলে ওনারা ফোন ধরেননি।এসব অনিয়ম ও জোরপূর্বক ভোট ডাকাতির প্রতিবাদের উপজেলার নেতাকর্মীদের সঙ্গে কথা বলে ভোট বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।

আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাচনে ভোট বর্জন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়াম্যান প্রার্থী জালাল উদ্দিন আহমেদ।

রোববার দুপুর ২টার দিকে এ ঘোষণা দেন। পোলিং এজেন্টদের বের করে দেয়া, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের কেন্দ্র দখল করে জাল ভোট দেয়া, ব্যালট ছিনতাই ও ভোটারদের ভয় ভীতি দেখানোর অভিযোগে তিনি এ ঘোষণা দেন।

সোনাগাজী: ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির সমর্থিত প্রার্থী আলমগীর হোসেন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল ফেরদৌস। কেন্দ্র দখল, জাল ভোটের অভিযোগে তারা এ ভোট বর্জন করেন।

এ ঘটনায়  সোমবার সোনাগাজী উপজেলায় হরতালের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি।

মনপুরা ও দৌলতখান: ভোলার মনপুরা ও দৌলতখান উপজেলায় বিএনপি-সমর্থিত দুই প্রার্থী নির্বাচনে ভোট বর্জন করেছেন। কেন্দ্রে ভোটারদের যেতে না দেয়া, এজেন্টদের বের করে দেয়া, বিএনপির অফিস ভাঙচুর—এসব অনিয়মের অভিযোগে তারা ভোট বর্জন করেন।

বিএনপি-সমর্থিত দুই প্রার্থী হলেন শামসুদ্দিন চৌধুরী ও মুন্সি জহুরুল ইসলাম।

সকাল সাড়ে ১০টায় মনপুরা উপজেলার বিএনপি-সমর্থিত প্রার্থী শামসুদ্দিন চৌধুরী নির্বাচন বর্জন করেছেন। বেলা সাড়ে ১১টায় দৌলতখান উপজেলার বিএনপি-সমর্থিত প্রার্থী মুন্সি জহুরুল ইসলাম একই ঘোষণা দেন।

আগৈলঝাড়া: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভোট চলাকালে ভোটকেন্দ্র দখল ও কারচুপিসহ বিভিন্ন অভিযোগ এনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ পাঁচ প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

তারা হলেন—বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন সিকদার, ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মোল্লা, আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জোতিন্দ্রনাথ মিস্ত্রি, ইসলামী আন্দোলন সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাওলানা রফিকুন নবী ভাট্টি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর ব্যাপারী।

সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তারা প্রত্যেকেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল, ভোট কারচুপি এবং জোরপূর্বক ভোট প্রদানের অভিযোগ আনেন। পাশাপাশি উপজেলার ৩৮টি কেন্দ্রে তারা পুনর্নির্বাচনের দাবি জানান।

মঠবাড়িয়া: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবগুলো কেন্দ্র আওয়ামী লীগ দখল করে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। রোববার সকাল ৯টার মধ্যে উপজেলার ৭৭টি কেন্দ্র দখল করে নেয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশরাফুর রহমানের লোকজন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোট বর্জন করেছে বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। সকাল ১০টার দিকে সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।

ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছেন জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থী শামসুল হক তালুকদার। আনারস প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছিলেন।

রোববার দুপুর ১টায় উপজেলা অডিটোরিয়ামের হলরুমে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এ সময় তিনি উপজেলার ১৮টি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিমের (প্রতীক: দোয়াত-কলম) সমর্থকরা ভোটকেন্দ্র দখল ও বুথে ঢুকে ভোটারদের দোয়াত-কলম প্রতীকে ভোট দিতে বাধ্য করেছে বলে অভিযোগ করেন।

তেরখাদা: সরকারি দল সমর্থিত প্রার্থীর কেন্দ্র দখল, জাল ভোট এবং প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগে খুলনার তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ১৯ দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মেজবাউল আলম (আনারস)।

রোববার বেলা বারোটায় তেরখাদায় নিজের নির্বাচনী কার্যালয়ে সংবাদ ‍সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এদিকে ভোট জালিয়াতি এবং কেন্দ্র দখলের প্রতিবাদে সোমবার তেরখাদায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৯ দলীয় জোট।

সদর ও নলছিটি: ঝালকাঠি সদর এবং নলছিটি উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা তাদের প্যানেলসহ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

বেলা ১১টার দিকে সদর উপজেলা চেয়ারম্যানপ্রার্থী এনামুল হক এলিন সর্দার ও নলছিটি উপজেলা চেয়ারম্যানপ্রার্থী অ্যাডভোকেট আনিসুর রহমান নিজ নিজ উপজেলায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ