সারাদেশে মাত্র দু’জন বিচারবহির্ভূত হত্যার শিকার, দাবি আইনমন্ত্রীর

law minister anisul haque আইনমন্ত্রী আনিসুল হকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সম্প্রতি সারাদেশে দুই জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে দাবি করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেন, ‘পুলিশের রিপোর্ট অনুযায়ী দুই জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। তাদের বিষয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুপ্রিমকোর্ট ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শুরুতেই মন্ত্রী দেরি করে আসায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘আপনাদের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। আমি আপনাদের আনিস ভাই। বেঁচে থাকা পর্যন্ত আমি আপনাদের ভাই।’

তিনি বলেন, ‘দেশের একটি গোষ্ঠী আদালতের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে।’

বিচারিক আদালতে খালেদা জিয়ার মামলার শুনানিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘ওই দিন আইনজীবীরা আদালতে যে আচরণ করেছে তা সভ্য সমাজে দেখা যায় না। এটা আইনের শাসন ভঙ্গের ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন তিনি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত ২৯ ডিসেম্বর সুপ্রিমকোর্টে আইনজীবীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুানালের প্রসিকিউশনের মধ্যে বিরাজমান দ্বন্দ্ব অবসানে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। বঙ্গবন্ধু হত্যা ও ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতেও সকল প্রকার লড়াই চলছে।’

সাংবাদিকরা টাকার বিনিময়ে সংবাদ পরিবেশন করে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এমন কোনো নমুনা আমি কখনও দেখিনি এবং বিশ্বাসও করি না।’

বিচার বিভাগের স্বাধীনতার জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে আলাদা সচিবালয় গঠন বিষয়ে তিনি বলেন, ‘এটা আলোচনার টেবিলে আছে। এ সরকারের আমলে পুরোটা না  হলেও একটা রুপরেখা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।’

জামায়াত নিষিদ্ধের ব্যাপারে  মন্ত্রী বলেন, ‘আদালতের কার্যক্রম শেষ হলেই আমরা সরকারিভাবে সিদ্ধান্ত নিব।’

এছাড়া আদালতের ভেতরে সাংবাদিকদের বসার স্থান নির্ধারিত থাকার বিষয়ে আনিসুল হক বলেন, আমার যতটুকু ক্ষমতা আছে, সেটা দিয়ে এ বিষয়ে সুষ্ঠু সমাধানের চেষ্টা করবো।’

এ সময় আরও সচেতনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

ল’ রির্পোটার্স ফোরামের সভাপতি সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি ওয়াকিল আহমেদ হিরন, সাবেক সভাপতি স্বপন দাস গুপ্ত, সাবেক সেক্রেটারি মো. বদিউজ্জামান, প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ