বিচ্ছিন্ন সহিংসতায় ভোট শেষ, চলছে গণনা

Upozila nirbachon উপজেলা নির্বাচনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচনী সহিংসতায় দুই এলাকায় দুজন নিহত, ৯টি কেন্দ্রে ভোট স্থগিত এবং কয়েকটি এলাকায় অনিয়মের অভিযোগের মধ্যে শেষ হয়েছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন। এখন চলছে ভোট গণনা।

এই ধাপে ৯১ উপজেলায় রোববার ভোটগ্রহণ হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট শেষ হয়েছে বিকেল ৪টায়।

নির্বাচনকে সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র থেকে ই-মেইলে মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে নিজেদের সব সামর্থ দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছিল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

উল্লেখ্য, ইসি তফসিল অনুযায়ী ঢাকার ধামরাই উপজেলাসহ ৯৩টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও শেরপুর সদর এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাইকোর্টের নিষেধাজ্ঞায় নির্বাচন স্থগিত করায় ৯১ উপজেলায় ভোট হয়।

এই ধাপে ১ হাজার ১৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩৮৯ জন। ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪৮৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩১২ জন।

এসব এলাকায় মোট ভোটার সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ২৭৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬৯ লাখ ৭ হাজার ৯৫৬ জন, নারী ভোটার ৬৯ লাখ ৫১ হাজার ৩২২ জন।
৯১টি উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫ হাজার ৮৮২টি। আর ভোটকক্ষ ৩৭ হাজার ৩৩৮টি।

প্রতি ভোটকেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার এবং প্রতি ভোটকক্ষে একজন করে সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।

৯১টি উপজেলা: ঢাকার ধামরাই, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, ফরিদপুর, ঝিনাইদহের হরিণাকুণ্ড, নড়াইলের নড়াইল সদর, খুলনার তেরখাদা, রূপসা, বটিয়াঘাটা, দাকোপ ও ফুলতলা, পিরোজপুর সদর, ভাণ্ডারিয়া, মঠবাড়ীয়া ও জিয়ানগর, টাঙ্গাইলের কালিহাতি, মধুপুর, নাগরপুর ও ভুয়াপুর, হবিগঞ্জের সদর, নবীগঞ্জ, আজমিরিগঞ্জ ও লাখাই, জয়পুরহাটের পাঁচবিবি, রাজশাহীর তানোর, বাগমারা ও পুঠিয়া, কুষ্টিয়ার দৌলতপুর, পটুয়াখালীর সদর, দুমকী, বাউফল, গলাচিপা ও মির্জাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, নাসিরনগর, কুমিল্লার মেঘনা ও বরুড়া, চাঁদপুরের শাহরাস্তি, ফেনীর সোনাগাজী ও ফুলগাজী, দিনাজপুরের বোচাগঞ্জ ও ফুলবাড়ী, যশোরের সদর ও কেশবপুর, সাতক্ষীরার কলারোয়া, নোয়াখালীর বেগমগঞ্জ, বাগেরহাট মোল্লারহাট ও চিতলমারী,  ভোলার তজুমুদ্দিন, দৌলতখান ও মনপুরা, বরিশালের আগৈলঝাড়া, উজিরপুর ও বানরীপাড়া, গাজীপুরের কালিয়াকৈর, রাঙ্গামাটির জুড়াছড়ি, সিলেট সদর ও কানাইঘাট, চট্টগ্রামের বাঁশখালী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, সাতকানিয়া ও আনোয়ারা, ময়মনসিংহের হালুয়াঘাট, সিরাগঞ্জের চৌহালী, মৌলভীবাজার সদর শ্রীমঙ্গল ও কমলগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম, শেরপুরের নালিতাবাড়ী, মুন্সীগঞ্জের গজারিয়া, সুনামগঞ্জের শাল্লা ও ধর্মপাশা, চুয়াডাঙ্গার জীবননগর, ঝালকাঠী সদর, কাঠালিয়া, নলসিটি ও রাজাপুর, বগুড়ার গাবতলী, নেত্রকোণা মদন, কিশোরগঞ্জ ভৈরব, ইটনা, মিঠামাইন, তাড়াইল ও কটিয়াদি, বরগুনার বেতাগী, কক্সবাজারের রামু ও কুতুবদিয়া, বান্দরবানের নাইখাংছড়ি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ