খয়রাতি এমপি ইনু : নজরুল
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে অবসর নেয়ার কথা বলায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তিনি তো খয়রাতি এমপি। জীবনে কখনও নিজের দলের মার্কা নিয়ে নির্বাচন করে জিততে পারেননি।
রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইনু মশাল চুবিয়ে নৌকায় উঠেছেন। জীবনে কোনো দিন মশাল নিয়ে এমপি নির্বাচিত হননি। আগেতো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলতেন, এখন সমাজতন্ত্রের কথাও বলেন না।
তিনি বলেন, আপনি বেগম জিয়াকে রাজনীতি থেকে অবসর নিতে বলেন। আপনি কখনও নিজের দল থেকে নির্বাচিত হয়েছেন? বেগম জিয়া সেই নেত্রী যিনি দেশের যেখানে নির্বাচন করেছেন সেখানেই জয়ী হয়েছেন। কারো কাছ থেকে প্রতীক ধার করে নয়, নিজের দলের প্রতীক নিয়েই তিনি নির্বাচিত হয়েছেন। দেশের জনগণ সিদ্ধান্ত নেবে কাকে অবসরে পাঠাবে।
বিএনপির এই নেতা বলেন, আজ গণতন্ত্র শৃঙ্খলিত করা হয়েছে। এদের মুখে গণতন্ত্রের কথা শুনলে মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা লাগে। দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়নি। আর এদেরকে ক্ষমতায় থাকতেও দেবে না।
নজরুল ইসলাম বলেন, গণতন্ত্র ও দেশের জনগণের প্রতি এদের কোনো দায়িত্ব বোধ নেই। দেশটাকে ওরা তলাবিহীন ঝুড়ি বানিয়েছে। দুর্নীতির আখড়া বানিয়েছে। ঢাকা শহরটাকে এই সরকার এত উন্নত করেছে বিশ্বের নিকৃষ্ট শহরের মধ্যে দুই নম্বরে রয়েছে।
মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপত্বিতে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ, বেগম সেলিমা রহমান, দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ।