মির্জা ফখরুলসহ ৪ নেতার জামিন নামঞ্জুর

Fokhrul islam মির্জা ফখরুল ইসলাম আলমগীররিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার সকালে মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালত জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও আব্দুস সালামের বিরুদ্ধে রমনা থানার হত্যা ও নাশকতার ৩ মামলায় এবং খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে রমনা থানায় দুদকের দায়ের করা অর্থ পাচার মামলায় জামিন আবেদন শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে ১৬ মার্চ সকালে মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও আব্দুস সালাম পৃথক ৩ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে ১২ মার্চ রাত সাড়ে ১০টার দিকে ড. খন্দকার মোশাররফ হোসেনকে নিজ বাসা থেকে আটক করে পুলিশ। তাকে দুদকের দায়ের করা অর্থ পাচার মামলায় আটক করা হয়।

পর দিন ১৩ মার্চ দুপুরে তাকে সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয় এবং পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আহসান আলী ৩ দিনের রিমান্ড নেয়ার আবেদন জানালে ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালত তা মঞ্জুর করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ