মেঘনায় কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে প্রিসাইডিং অফিসারসহ আহত ১০
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, কুমিল্লাঃ কুমিল্লার মেঘনা উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষে প্রিসাডিং অফিসারসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির বিদ্রোহী প্রার্থী রমিজ উদ্দিন লন্ডনি (ঘোড়া প্রতীক) সর্মথকরা দুটি ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে বিজিবি ও পুলিশের সঙ্গে ওই প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ ঘটে।
মেঘনা উপজেলা রিটানিং ও উপজেলা নির্বাহী অফিসার মো. সামছুল হক জানান, চালিভাঙ্গা ইউনিয়নের লক্ষণখোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিষখোলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিদ্রোহী প্রার্থী রমিজ উদ্দিন লন্ডনি (ঘোড়া প্রতীক) সর্মথকরা কেন্দ্রে প্রবেশ করে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এ সময় লক্ষণখোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিসাইডিং অফিসার আবদুল কাদের বাধা দিলে তাকে মারধর করা হয়। কেন্দ্রে দায়িত্বরত পুলিশ নিয়ন্ত্রণ কতৃপক্ষকে বিষয়টি জানালে বিজিবি ও টেকিং পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্র দখলের কেন্দ্র করে এ দুটি কেন্দ্রে ১ ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর পুনরায় দুপুরে ভোটগ্রহণ শুরু করা হয়।
এ ব্যাপারে বিএনপি বিদ্রোহী প্রার্থী বলেন, আমার এলাকায় শত শত লোকজন যখন ভোট দিতে আসে তখন প্রশাসনের লোকজন হামলা চালানোয় আমার সমর্থক ও সাধারণ ভোটারসহ কমপক্ষে ১০-১২ জন আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
এদিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আলতাফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম এ প্রহসনমূলক নির্বাচন বর্জনের ঘোষণা দেন।