মেঘনায় কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে প্রিসাইডিং অফিসারসহ আহত ১০

comilla map কুমিল্লারিপোর্টার, এবিসি নিউজ বিডি, কুমিল্লাঃ কুমিল্লার মেঘনা উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষে প্রিসাডিং অফিসারসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির বিদ্রোহী প্রার্থী রমিজ উদ্দিন লন্ডনি (ঘোড়া প্রতীক) সর্মথকরা দুটি ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে বিজিবি ও পুলিশের সঙ্গে ওই প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ ঘটে।

মেঘনা উপজেলা রিটানিং ও উপজেলা নির্বাহী অফিসার মো. সামছুল হক জানান, চালিভাঙ্গা ইউনিয়নের লক্ষণখোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিষখোলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিদ্রোহী প্রার্থী রমিজ উদ্দিন লন্ডনি (ঘোড়া প্রতীক) সর্মথকরা কেন্দ্রে প্রবেশ করে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এ সময়  লক্ষণখোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিসাইডিং অফিসার আবদুল কাদের বাধা দিলে তাকে মারধর করা হয়। কেন্দ্রে দায়িত্বরত পুলিশ নিয়ন্ত্রণ কতৃপক্ষকে বিষয়টি জানালে বিজিবি ও টেকিং পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্র দখলের কেন্দ্র করে এ দুটি কেন্দ্রে ১ ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর পুনরায় দুপুরে ভোটগ্রহণ শুরু করা হয়।

এ ব্যাপারে বিএনপি বিদ্রোহী প্রার্থী বলেন, আমার এলাকায় শত শত লোকজন যখন ভোট দিতে আসে তখন প্রশাসনের লোকজন হামলা চালানোয় আমার সমর্থক ও সাধারণ ভোটারসহ কমপক্ষে ১০-১২ জন আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

এদিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আলতাফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম এ প্রহসনমূলক নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ