‘ভবিষ্যত যুদ্ধে ইসরাইলে দৈনিক ১২শ’ ক্ষেপণাস্ত্র ছুঁড়বে হিজবুল্লাহ’

im20022449
ইহুদিবাদী ইসরাইলের সশস্ত্র বাহিনীর কারিগরি ও প্রযুক্তি বিভাগের প্রধান মেজর জেনারেল কোবি বারাক বলেছেন, লেবাননের সঙ্গে যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ইসরাইলের ভূমি কেঁপে উঠবে।সম্প্রতি ইসরাইলের সশস্ত্র বাহিনীর নবীন সদস্যদের এক সমাবেশে এই মন্তব্য করেছেন তিনি ।হিব্রু ওয়েবসাইট‘ওয়ালা’জানিয়েছে,  কোবি হিজবুল্লাহর সঙ্গে (সম্ভাব্য) আগামী যুদ্ধের কথা মাথায় রেখে নবীন ইসরাইলি সেনাদের বাস্তববাদী হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, রণাঙ্গনে ইসরাইলি সেনাদের মোতায়েনের ক্ষেত্রে যে কোনো ধরনের ভুল তাদের জন্য হতাহতের ঘটনা ঘটাবে।মেজর জেনারেল কোবি আরো বলেন, নিরাপত্তা বিভাগের রিপোর্টে বলা হয়েছে হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধ
বাধলে প্রতিদিন এক হাজার ২০০ ক্ষেপণাস্ত্র ইসরাইলে নিক্ষিপ্ত হবে, আর‘প্রকৃত যুদ্ধের’এ বাস্তবতা  আগেভাগেই বুঝতে হবে আমাদের সেনাদেরকে।তিনি লেবাননের রণক্ষেত্রকে‘সবচেয়ে বিপজ্জনক’হিসেবে উল্লেখ করে বলেছেন, এই বিপজ্জনক অবস্থার কারণে ইসরাইলি সেনাদের চলাচলের ক্ষমতা কমিয়ে দেয়ার প্রচেষ্টা মোকাবেলার জন্য তাদের প্রস্তুত হতে হবে। হিজবুল্লাহ এ ধরনের প্রচেষ্টা চালাবে বলে তিনি মন্তব্য করেন।ইসরাইলি জেনারেল কোবি বলেন, আগামী যুদ্ধের প্রথম দিনে বিপুল রকেট ও গোলা বর্ষণ করা হবে (ইসরাইলের) সেনা সমাবেশ কেন্দ্র এবং রসদ সরবরাহের  প্রধান সেনা-কেন্দ্রগুলো লক্ষ্য করে।“আগামী যুদ্ধের প্রথম দিনে (ইসরাইলে) খুব নিখুঁতভাবে ভারী গোলা বর্ষণ করা হবে”বলে তিনি উল্লেখ করেন।ইসরাইলের কারিগরি ও রসদ বিভাগের কর্মকর্তারা মনে করেন, তাদের সামরিক মানচিত্রের সবকিছুই হিজবুল্লাহর হামলার টার্গেট হবে, তাই ইসরাইলি সেনাদেরকে খুব দ্রুত ঘাঁটি থেকে বের হওয়ার কৌশল রপ্ত করানোর জন্য প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে যাতে তাদের হতাহতের সংখ্যা কম হয় এবং গোলা-বারুদ ও সাজ-সরঞ্জামের গুদামগুলোতে হিজবুল্লাহর হামলার সম্ভাবনা কমানো যায়।অঘোষিত যুদ্ধসহ সম্ভাব্য আগামী যুদ্ধের জন্য প্রস্তুত হতে ইসরাইলি সশস্ত্র বাহিনীর রসদ বিভাগ নানা ধরনের ততপরতার চূড়ান্ত করেছে। এর মধ্যে প্রথম কয়েক ঘণ্টায় ইসরাইলি সেনাদের কাছে খাদ্য সরবরাহ থেকে শুরু করে নেতাদের মানসিক প্রস্তুতির বিষয়ও রয়েছে।তবে যুদ্ধের প্রথম দিকেই ইসরাইলি সেনাদের রসদ সহায়তা বিভাগের ততপরতা প্রকাশ হয়ে পড়বে বলে সতর্ক করা হয়েছে। এই সেনারা যখন অস্ত্র নেয়ার জন্য গুদামগুলোর দিকে যাবে তখনই তা শত্রুদের (হিজবুল্লাহর) কাছে স্পষ্ট হবে এবং শত্রুর ভূখণ্ডে লড়াইয়ের সময়ও তাদের ততপরতা প্রকাশ হয়ে পড়বে বলে সতর্ক করা হয়েছে।এদিকে ব্রিটেনের গার্ডিয়ান জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের সময় ইসরাইলি শহরগুলোকে রক্ষার জন্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম আয়রন ডোম ব্যবহার করা হবে না, কেবল  ইসরাইলি বিমান সেনাদের ঘাঁটির মত গুরুত্বপূর্ণ সেনা-ঘাঁটি এবং বিদ্যুত স্থাপনার মত গুরুত্বপূর্ণ বা কৌশলগত স্থাপনাগুলোকে রক্ষার জন্যই এই প্রতিরক্ষা সিস্টেম সরবরাহ করা হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ