আধা ঘণ্টায় ১৮০০ ভোট!

barisal barishal বরিশালরিপোর্টার, এবিসি নিউজ বিডি, বরিশালঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচনে আজ রোববার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে।

উপজেলা সদরের আগৈলঝাড়া বিএইচপি একাডেমি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোট শুরুর প্রথম আধা ঘণ্টার মধ্যে দুই হাজার ৮৭৮টি ভোটের মধ্যে এক হাজার ৮০০ ভোট পড়েছে।

সকালে উপজেলা সদরের আগৈলঝাড়া বিএইচপি একাডেমি কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের প্রতিটি বুথে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মোর্তুজা খানের সমর্থকেরা ব্যালট পেপারে সিল মেরে তা বাক্সে ভরছেন। এ সময় পোলিং অফিসাররা অসহায়ের মতো তাকিয়ে ছিলেন।

এ ব্যাপারে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বকতিয়ার উদ্দিন বলেন, কেন্দ্রের নয়টি বুথের প্রতিটিতে ২০০টি করে ব্যালট পেপার পোলিং অফিসারদের সরবরাহ করা হয়েছে। ভোট শুরু হওয়ার পর প্রথম আধা ঘণ্টায় সব ব্যালট পেপার শেষ হয়ে গেছে। কেন্দ্রটির মোট ভোট দুই হাজার ৮৭৮টি। প্রথম আধা ঘণ্টায় ব্যালট বাক্সে ভোট ঢুকেছে এক হাজার ৮০০টি।

উপজেলার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়, নাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগৈলঝাড়া এস এম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গৈলা মাধ্যমিক বিদ্যালয়সহ অনেকেগুলো কেন্দ্রে একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে।

আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী পাঁচজন। তারা হলেন আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যতীন্দ্রনাথ মিস্ত্রি, গিয়াসউদ্দিন খান, বিএনপি-সমর্থিত প্রার্থী এস এম আফজাল হোসেন ও ইসলামী আন্দোলনের রফিকুন্নবী ভাট্টি।

শনিবার এলাকার ২০-২৫ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মোর্তুজা খান দীর্ঘদিন এলাকায় না থাকায় ভোটারদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তারপরও দলের সমর্থন পান তিনি। সমর্থন চেয়েও ব্যর্থ হন যতীন্দ্রনাথ মিস্ত্রি। এ এলাকার প্রায় ৯৯ হাজার ভোটারের মধ্যে ৫৪ হাজারের মতো ভোটার হিন্দু সম্প্রদায়ের। দলীয় পরিচয়ের বাইরেও এ সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভোট যতীন্দ্রনাথের পক্ষে যেতে পারে বলে সাধারণ ভোটারদের ধারণা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ