নেকড়ের মতো ঝাপিয়ে পড়ে ভোট কেন্দ্র দখল: রিজভী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচন কমিশনের পরোক্ষ মদদে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সরকার দলীয় সন্ত্রাসীরা নেকড়ের মতো ঝাপিয়ে পড়ে ভোট কেন্দ্র দখল করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার বিকেলে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে উপজেলা নির্বাচন নিয়ে তৃতীয় দফা সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, এই অবৈধ দানব সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এরা গণতন্ত্রকে বদ্ধ জলাশয়ে ফেলে দিয়েছে।এখন এটা থেকে দুর্গন্ধ বের হচ্ছে।
তিনি বলেন, আমরা আগেই বলেছি এই নির্বাচন কমিশেন নির্লপ্ত। আত্মার বন্ধন মোছন না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এর প্রমাণ উপজেলা নির্বাচনে সরকার দলের সন্ত্রাসীদের ভোট কেন্দ্র দখল করে দিয়েছে।নির্বাচন কমিশন সহিংসতা নির্মাণ করে দিয়েছে। সরকারি দলের সন্ত্রাসীরা ফিল্মি স্টাইলে ভোট কেন্দ্র দখলের অবাধ সুযোগ করে দিয়েছে।
তিনি অভিযোগ করেন, রক্ষক এখন বক্ষকের ভূমিকা পালন করছে। যে দেশে রক্ষকের হাতে জনগণের সম্পদ নিরাপদ নয় সে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব হতে পারে না। ফেনীর ফুলগাজী উপজেলায় প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ স্থগিত করলেও উপজেলা নির্বাহী অফিসার এসে আবার ভোট গ্রহণ শুরু করে। তাতেই প্রমাণ হয় নির্বাচনের ফল নিয়ে কতটা ষড়যন্ত্র হয়েছে আগে থেকে।
সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ ক্যাডাররা ৫হাজার ৪৪৮টি কেন্দ্রের মধ্যে প্রায় ৩০০টি কেন্দ্রের দখল করে ভোট ছিনিয়ে নিয়ে গেছে। এছাড়া ৪১টি জেলার ৯১টি উপজেলার নির্বাচনে প্রায় ২৫টি উপজেলার ভোট ছিনিয়ে নিয়েছে।
আইন শৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে তিনি বলেন, পুলিশ-র্যাবের যে সব অফিসার বিরোধী দলের মিছিল সমাবেশ শুনলে তার অধীনস্থ অফিসারদের বলে মিছিলের আওয়াজ শুনি গুলির শব্ধ শুনি না কেন সেই সব অফিসারদের নির্বাচনী এলাকাগুলোতে নিয়োগ দেয়া হয়েছে।