৪৮০টি কেন্দ্র দখলের অভিযোগ করেছে বিএনপির
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চতুর্থ দফা উপজেলা নির্বাচনে ৪৮০টিরও বেশি কেন্দ্র সরকার সমর্থকরা দখল করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এছাড়া ৯১টি উপজেলার মধ্যে ২৫টি উপজেলায় প্রায় সবগুলো কেন্দ্র দখল করেছে বলেও দাবি দলটির।
রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। চতুর্থ দফা উপজেলা নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরতে এর আয়োজন করা হয়।
বেশ কিছু উপজেলায় বিচ্ছিন্ন সহিংসতার মধ্যে রোববার চতুর্থ দফায় ৯১টি উপজেলায় ৫ হাজার ৮৮২টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগের তিন দফা উপজেলা নির্বাচনে ক্ষমতাসীনদের তুলনায় বিএনপি এগিয়ে ছিল। এসব নির্বাচনে বিএনপি বরাবর সরকারি দলের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ জানিয়ে আসছে।
রিজভী আহমেদ অভিযোগ করেন, সরকার জনগণের রায়কে করায়ত্ত করতে কেন্দ্র দখল, ব্যালটবাক্স ছিনতাই, ভোটারদের বাধা দেয়াসহ সব ধরনের অনাচারের আশ্রয় নিয়েছে। আর এতে সাজানো প্রশাসন, অনুগত জেলা প্রশাসক ও আজ্ঞাবহ নির্বাচন কমিশন নির্লজ্জ সহযোগিতা করছে।
নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে নগ্নভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ।
তিনি বলেন, দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশ নিলে কী পরিণতি হতো তা উপজেলা নির্বাচনের ‘দখল উৎসব’ দেখে অনুমান করা যায়।
বিএনপির এ নেতা বলেন, আগের তিন দফা উপজেলা নির্বাচনে বিএনপি ফলাফলে এগিয়ে থাকায় ক্ষমতাসীনরা তাদের নীল নকশা পরিবর্তন করেছে। তারা ফল ছিনতাই করতে নেকড়ের মতো ঝাপিয়ে পড়েছে। রাজকীয়ভাবে ব্যালট বাক্সে ছিল মারছে।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।