উত্তর কোরিয়ার আরো ১৬ ক্ষেপণাস্ত্র পরীক্ষা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার প্রেক্ষাপটে উত্তর কোরিয়া আরো ১৬ টি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় উপকূল থেকে জাপান সাগরে এইসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং।
রোববার স্থানীয় সময় ভোররাত একটা থেকে আড়াইটার মধ্যে এইসব পরীক্ষা চালানো হয় বলে দেশটির একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন। এই ক্ষেপণাস্ত্রগুলোকে রকেট হিসেবে উল্লেখ করে তিনি জানান যে সেগুলোর পাল্লা ছিল প্রায় ৬০ কিলোমিটার বা ৩৭ মাইল।
পিয়ংইয়ং শনিবারও জাপান সাগরে ৩০ টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘উস্কানিমূলক’ বলে উল্লেখ করে তা বন্ধ করার দাবি জানানো সত্ত্বেও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে।
বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ বার্ষিক সামরিক মহড়ার বিরুদ্ধে ক্ষোভ দেখানোর জন্যই উত্তর কোরিয়া এইসব ক্ষেপণাস্ত্রের মহড়া চালাচ্ছে।
দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ বার্ষিক সামরিক মহড়া শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। এই মহড়া ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এবং এতে অংশ নিয়েছে ১২ হাজার ৭০০ মার্কিন সেনা।