প্রসাধনীর যত্ন
লাইফস্টাইল ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রতিটি নারীই সৌন্দর্য সম্পর্কে বেশ সচেতন। নিজেকে আরেকটু সুন্দর করে তোলার জন্য প্রয়োজন প্রসাধনী। তবে এসব প্রসাধনী ব্যবহারে যেমন সতর্ক থাকা প্রয়োজন তেমনি প্রসাধনী সংরক্ষণেও সর্তকতা দরকার।
* লিপগ্লস, লিপজেল, আইলাইনার, মাশকারা ইত্যাদি ফ্রিজে রাখুন। এতে নষ্ট হওয়ার ভয় থাকবে না।
* অনেক সময় ময়েশ্চারাইজার, ফাউন্ডেশন ব্যবহারের সময় হাতে বেশি পরিমাণ পড়ে গেলে আমরা আবার তা ঢুকিয়ে রাখি। এ কাজটি একেবারেই উচিত নয়। যদি পুরো ব্যবহার করা না যায় তাহলে আলাদা পাত্রে ঢেকে রাখুন এবং এক ঘণ্টার মধ্যে ব্যবহারের চেষ্টা করুন।
* চোখের জন্য যেসব মেক-আপ পণ্য ব্যবহার করা হয় তা সবচেয়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যেমন- মাসকারা, সিল খোলার ৪ মাসের মধ্যে নষ্ট হতে থাকে। মাসকারা জমে গেলে কখনও পানি মিশিয়ে সেটা ব্যবহার করবেন না। তাতে ব্যাক্টেরিয়া সংক্রমণের ভয় থাকে। এছাড়া কোনো আলাদা পণ্য একসাথে মিশিয়েও ব্যবহার করবেন না।
* ওয়াটার বেসড ফাউন্ডেশন অনেক সময় মেয়াদ শেষ হওয়ার আগেই শুকিয়ে যায়, এ থেকে রেহাই পেতে ব্যবহারের আগে অ্যালকোহল ফ্রি টোনার কয়েক ফোঁটা মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিন।
* মেকআপ ব্রাশ ২-৩ মাস অন্তর সাবান পানি বা সামান্য বেবি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন।
* প্রসাধনী সবসময় বড় বক্সে রাখুন। প্রতিটির জন্য আলাদা আলাদা খোপ ব্যবহার করুন।
* অয়েল বেজড ফাউন্ডেশন মাঝে মাঝে ঝাঁকিয়ে রাখবেন। এতে করে পুরোটা সমানভাবে মিশে থাকে।