যুক্তরাষ্ট্রে হামলার অনুমতি পেলো উ. কোরিয়ার সশস্ত্র বাহিনী

images

যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালাতে উত্তর কোরিয়া তার সশস্ত্র বাহিনীকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তাদের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালানোর চূড়ান্ত অনুমোদন দিয়ে দেয়া হয়েছে।

মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে যুক্তরাষ্ট্র।

এর অংশ হিসেবে কোরীয় উপদ্বীপ থেকে দক্ষিণে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়াম সামরিক ঘাঁটিতে শত্রুদের হামলাকারী বিমান আটকে দেয়ার ক্ষমতা সম্পন্ন বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

পেন্টাগনের উদ্বৃতি দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, সামরিক ঘাঁটি গুয়ামকে রক্ষায় সেখানে উঁচু থেকে উঁচুতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠানো হচ্ছে।

ইতোমধ্যে এ ধরনের ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী দুটি অস্ত্র গুয়াম সামরিক ঘাঁটির উদ্দেশ্যে রওনা দিয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পরমাণু অস্ত্র কিংবা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম না হলেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ