বিচার বহির্ভূত হত্যাকান্ডে ইউ’র উদ্বেগ

EU logoসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিচার বহির্ভূত হত্যা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ‘উদ্বিগ্ন’বলে জানিয়েছে বাংলাদেশ সফররত ইইউ পার্লামেন্টের প্রতিনিধিদল। দুই দিনের সফরের প্রথম দিন সোমবার সকালে রাজধানীতে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা একথা জানান।

প্রতিনিধিদলের প্রধান জিন ল্যাম্বার্ড বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বাংলাদেশে গত ৫ জানুয়ারির নির্বাচন পরবর্তী পরিস্থিতি  এবং আইনের শাসন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন।

তিনি জানান, সফরকালে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে এসব বিষয় নিয়ে আলোচনা করবেন।

এছাড়াও প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন পক্ষের সঙ্গেও আলাদা বৈঠক করবেন।

এসব বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়েও তারা আলোচনা করবেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ