মাদারীপুরে যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য

mela মেলারিপোর্টার, এবিসি নিউজ বিডি, মাদারীপুরঃ সদর উপজেলার ধুরাইল গ্রামে প্রশাসনের অনুমতি ছাড়াই চলছে যাত্রাপালার নামে জূয়া আর অশ্লীল নৃত্য। জুয়া ও অশ্লীল নৃত্যের প্রভাব পড়ছে স্কুল-কলেজের কোমলমতি ছাত্রদের উপর।

সরেজমিন ঘুরে দেখা যায়,  সন্ধ্যার পরই মেলার মাঠে লোকসমাগম বেড়ে যায় কয়েকগুন। রাত ১২টা পর্যন্ত চলে এসব জুয়ার আসর। মধ্য রাতের পরই শুরু হয় যাত্রা পালা। রাত যত গভীর হয় অশ্লীলতা ততো বাড়ে। মূলত যাত্রার পালায় শিল্পীদের অভিনয় করতে দেখা যায়নি। একের পর এক গানের মাধ্যমে চলে অশ্লীল নৃত্য।

মঞ্চের এক কোণে থাকা মাইকে একের পর এক ঘোষণা আসে স্পেশাল নৃত্য নিয়ে আসছেন প্রিন্সেস টিনা, রিতা, মৌসুমী, আলেয়াসহ বিভিন্ন ধরনের ছদ্ম নাম। যাত্রার টিকেট নিয়ে যাত্রা দেখতে আসা দর্শকরা অশ্লীল নৃত্য দেখেই শেষ করেন বাকি রাত।

এভাবেই চলছে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল গ্রামে যাত্রার নামে অশ্লীল নাচ ও জুয়ার আসর। আর এসব জুয়ার আসর ও অশ্লীল নৃত্যের দেখেও না দেখার ভান করছে প্রশাসন। থানা পুলিশকে প্রতিরাতে মোটা অংকের টাকা পরিশোধ করছেন মেলা কমিটির লোকজন।

শনিবার রাত সাড়ের ১২টার সময় ধুরাইল এলাকায় গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির প্যান্ডেলের ভেতর একদিকে শতাধিক চেয়ারে বসে দর্শণার্থীরা দেখছে যাত্রার নামে অশ্লীল নৃত্য।

স্বপন নামে যাত্রাপালার এক আয়োজক জানান, আমরা এখনও অনুমতি পাইনি তবে ডিসি অফিসের এক স্যার বলেছেন, একলাখ টাকা দিলে অনুমতি দিবে।

এ বিষয় জানতে চাইলে মাদারীপুর জেলা পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম বলেন, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে যদি কেউ এসব কাজে সহযোগিতা করে থাকেন তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ বলেন, যাত্রার নামে যদি কোনো অনৈতিক কর্মকাণ্ড করা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ