কারাগারে এসপি মোস্তফা
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দুর্নীতির মামলায় যাবজ্জীবন ও ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত রেলওয়ে পুলিশের সাবেক এসপি মোস্তফা কামাল আত্মসমর্পণ করার পর তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন আদালত। সোমবার বেলা পৌণে ১২টায় শুনানি শেষে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
মোস্তফা কামালকে জামিন দিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে গত ১১ মার্চ দুই সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগ। সে অনুসারে আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
এর আগে গত ২২ জানুয়ারি মোস্তফা কামালকে জামিন দিয়ে বিচারিক আদালতের দেয়া রায় সাময়িকভাবে স্থগিত করেন বিচারপতি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ।
গত বছরের ১৯ ডিসেম্বর রেলওয়ে পুলিশের এসপি মোস্তফা কামালকে একটি দুর্নীতির মামলায় যাবজ্জীবন ও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত। সব মিলিয়ে ৩৫ বছরের কারাদণ্ড পেয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
এস এ পরিবহনের স্বত্ত্বাধিকারী সালাহ উদ্দিন আহমদকে অবৈধভাবে আটক করে ৫০ লাখ টাকা ঘুষ আদায়ের চেষ্টার অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলার রায়ে মোস্তফা কামালকে এ দণ্ডাদেশ দেয়া হয়।