নির্বাচন সুষ্ঠু না হলে মাসুদ সাঈদী পাস করতেন না: ড. হাছান

hasan mahmud হাসান মাহমুদসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই পিরোজপুরের জিয়ানগরে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী জয়লাভ করেছেন। আওয়ামী লীগ কি পারত না সাঈদীপুত্রকে হারাতে? তার জয়ের লাভে প্রমাণ হয়েছে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

সোমবার দুপুরে সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, আমরা প্রথমে বিদ্রোহী দমন করতে পারিনি বলে বিএনপির কিছু প্রার্থী জয়লাভ করেছে। পরের ধাপে আমরা বিদ্রোহী দমন ও জনপ্রিয় প্রার্থীদের সমর্থন দেয়ায় তারা জয়লাভ করেছে। এ নিয়ে এখন বিএনপি মিথ্যাচার শুরু করেছে। তাদের মিথ্যাচারে গোয়েবলসকেও হার মানিয়েছে।

তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন মাত্র, যা ছিল তৎকালীন চট্টগ্রাম আওয়ামী লীগের সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, চট্রগামের আওয়ামী লীগ নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, একজন সেনা কর্মকর্তা দিয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করাবেন। যাতে বিভিন্ন বাহিনীর মধ্যে যে বাঙালি অফিসাররা ছিল, তারা যেন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সে অনুযায়ী, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ করে শুনিয়েছেন। তিনি প্রথমে রাজি ছিলেন না। নেতাদের চাপে রাজি হয়েছেন।

হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার ঘোষণার ক্রেডিট যদি দিতে হয়। তাহলে সেটা জিয়া নয়, তৎকালীন চট্টগ্রামের আন্দরকিল্লা আওয়ামী লীগ অফিসের বেয়ারার নুরুল হককে দিতে হবে। কারণ, জিয়াউর রহমান প্রহরী বেষ্টিত হয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। আর নুরুল হক উন্মুক্ত মাইকিং করে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ করে শুনিয়েছেন।

সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী, ব্যারিস্টার জাকির হোসেন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ