বিএনপির মুখ বন্ধ করতেই মিথ্যা মামলা: রফিকুল
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চতুর্থ উপজেলা নির্বাচনে কেন্দ্র দখলের মহোৎসবকে আরও বেগবান এবং বিএনপির মুখ বন্ধ করতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সরকার ‘মিথ্যা’ মামলা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার রফিকুল বলেন, বেগম খালেদা জিয়া যেন সরকারের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে- সেজন্য তাকে ও তার সন্তানকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
আমরা জীবনে কোনোদিন দেখিনি একজন পিপি চার্জ গঠন করেন। কিন্তু বাস্তবে তাই হয়েছে। এজলাসে চার্জ গঠন করার কথা থাকলেও বিচারকের খাস কামরায় তাদের বিরুদ্ধে এ চার্জ গঠন করা হয়েছে। যেহেতু আদালতে চার্জ উত্থাপন করা হয়নি, তাই আইনগত এ চার্জ গঠনের কোনো বৈধতা নেই বলেও তিনি মন্তব্য করেন।
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা সম্পর্কে তিনি বলেন, একমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চিরতার্থ করার জন্যই সরকার অবৈধভাবে এ চার্জগঠন করেছেন। যার কোনো আইনগত ভিত্তি নেই।
চতুর্থ ধাপের নির্বাচন সুষ্ঠু হয়েছে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রফিকুল ইসলাম মিয়া বলেন, আজকের সংবাদ পত্রগুলো ভালোভাবে দেখুন তারপর মন্তব্য করুন।
শামা ওবায়েদের সভাপতিত্বে মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।