মিশরে মুরসিপন্থী ৫২৯ জনের ফাঁসির আদেশ

mishor মিশরআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৫২৯ জন সমর্থককে ফাঁসির আদেশ দিয়েছেন একটি আদালত। পুলিশ সদস্যকে হত্যা ও পুলিশ বাহিনীর ওপর আক্রমণের দায়ে তাদেরকে এ দন্ড দেওয়া হয়।মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন ও দৈনিক আল-আহরাম এই খবর দিয়েছে।

জানা যায়, মিশরের উচ্চ আদালত দেশটির পুলিশ দপ্তরের উপপ্রধান মোস্তফা আল আত্তার কে হত্যা সংক্রান্ত মামলার রায়ে মুসলিম ব্রাদারহুড়ের ৫২৯ জন সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে।

এ মামলার অভিযুক্ত অন্য ১৬ জন আসামীকে নির্দোষ হিসেবে মুক্তি দিয়েছে আদালত।

গত আগস্ট মাসে মিনইয়া শহরের মাতায়া এলাকায় সংঘটিত এক দাঙ্গায় ওই পুলিশ কর্মকর্তা নিহত হন।

রাবা এলাকায় অবস্থান ধর্মঘট পালনকারীদের ছত্রভঙ্গ করার পর দাঙ্গার ওই ঘটনা ঘটেছিল।

মিশর সরকারের অভিযোগ, ব্রাদারহুড সদস্যরা পরিকল্পিতভাবে পুলিশ বাহিনীর ওপর আক্রমণ করে ওই পুলিশ কর্মকর্তাকে হত্যা করে।

এদিকে এ রায়ের পর এখন পর্যন্ত ব্রাদারহুডের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ