যে কোনো দিন নিজামীর রায় ঘোষণা
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলার রায় যে কোনো দিন হতে পারে। সোমবার দুপুরে আসামি পক্ষের যুক্তি প্রসিকিউটরের খণ্ডন শেষে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ কথা জানান।
রোববার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম তার আইনি যুক্তি-তর্ক উপস্থাপন শেষ করেন। পরে প্রসিকিউটর মোহাম্মদ আলী শুধুমাত্র আইনি পয়েন্টে পাল্টা যুক্তি উপস্থাপন শুরু করেন। বাকি অংশ তিনি (প্রসিকিউটর) আজ শেষ করেন।
গত ১২ মার্চ প্রসিকিউশনের পক্ষে মোহম্মদ আলী, তুরিন আফরোজ ও সৈয়দ হায়দার আলী মামলার অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন। এরপর আসামিপক্ষে মিজানুল ইসলাম ও তাজুল ইসলাম যুক্তি উপস্থাপন করেন। এ নিয়ে জামায়াত নেতা নিজামীর মামলায় দুইবার যুক্তি উপস্থাপন করা হলো।
এর আগে ২০১৩ সলের ২০ নভেম্বর এ মামলায় যুক্তি উপস্থাপন শেষে যে কোন দিন রায় দেয়া হবে মর্মে (সিএভি) অপেক্ষমান রেখে দেন আদালত। পরে গত ৩১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবির অবসরে গেলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমানই থেকে যায়।
পরে গত ২৪ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিমকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর নিয়ম অনুয়ায়ী ২৬ ফেব্রুয়ারি নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হয়।
যুক্তি উপস্থাপনে নিজামীর বিরুদ্ধে একাত্তর সালে উস্কানি দেয়ার অভিযোগে আনেন প্রসিকিউশন। এ সময় তারা আদালতের কাছে সর্বোচ্চ শাস্তি কামনা করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম দাবি করে বলেন, আশা করি এসব অভিযোগ থেকে তিনি খালাস পাবেন।
তাজুল বলেন, যে কোন উপায়ে নিজামীকে মানবতাবিরোধী অপরাধে সাজা প্রদানের জন্য তার বিরুদ্ধে প্রসিকিউশন বিভিন্ন অভিযোগ এনেছেন। নিজামীর বিরুদ্ধে আনা কোন অভিযোগই যথাযথ আইনি প্রক্রিয়া মেনে আনা হয়নি। মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তকর তথ্য দিয়ে অভিযোগগুলো আনা হয়েছে।
তিনি বলেন, একাত্তরে মানবতাবিরোধী হত্যা, গণহত্যা ও নেতৃত্ব দেয়ার বিষয়ে নিজামীর বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করেত আনা হয়েছে। আশা করি, ওই সব মিথ্যা অভিযোগ থেকে তিনি পরিত্রাণ পেয়ে এ মামলায় নির্দোষ প্রমাণিত হবেন।
গত বছরের ২৮ মে একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুন্ঠন, অগ্নিসংযোগ, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ এনে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়।