সাশ্রয়ী আইফোন আসছে

ip
অ্যাপল ভক্তদের জন্য সুখবরই বটে! শিগগিরই বাজারে সাশ্রয়ী দামের আইফোনের একটি মডেল বাজারে আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। ২ এপ্রিল মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের গ্রীষ্মে দুটি মডেলের আইফোন বাজারে আনার ঘোষণা দিতে পারে অ্যাপল। প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ওই তথ্য জানানো হয়েছিল।প্রতিবেদনে আরও বলা হয়, উন্নয়নশীল দেশগুলোতে স্মার্টফোনের বাজার দখল
করতে সাশ্রয়ী দামের আইফোনের একটি মডেল ছাড়বে অ্যাপল। বাজার বিশ্লেষকেরাও এমনটি ধারণা করছেন।বর্তমানে অ্যাপলের তৈরি সর্বশেষ স্মার্টফোন আইফোন৫ মডেলটির দাম ৬০০ মার্কিন ডলার। আইফোন ৫-এর পূর্ববর্তী অন্যান্য সংস্করণ এখনও তৈরি করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের পুরোনো সংস্করণের আইফোনগুলোর দাম এখনও অ্যান্ড্রয়েডনির্ভর যে কোনো স্মার্টফোনের চেয়ে বেশি।এর আগে জাপানের প্রযুক্তি বিষয়ক ব্লগ সাইট ম্যাকোতোরাকা থেকে নতুন মডেলের আইফোন বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছিল। ম্যাকোতারাকার তথ্য অনুযায়ী, অ্যাপলের সাশ্রয়ী দামের আইফোনটিতে ব্যবহূত হবে পলিকার্বনেট বা বিশেষ প্লাস্টিক। ৪.৫ ইঞ্চি মাপের আইফোনের দাম ৩০০ মার্কিন ডলারের মধ্যে রাখতে পারে অ্যাপল। এশিয়ার বাজার ধরতেই সাশ্রয়ী দামের আইফোনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।নতুন পণ্য সম্পর্কে কখনোই আগাম কোনো তথ্য নিশ্চিত করে না অ্যাপল কর্তৃপক্ষ। বাজার বিশ্লেষকেরা যদিও সাশ্রয়ী আইফোন বাজারে আসার পূর্বাভাস দিচ্ছেন কিন্তু অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের কথা হতাশায় ডোবাতে পারে অনেককেই। টিম কুক বলেছেন, তাঁর প্রতিষ্ঠান সাশ্রয়ী পণ্যের চেয়ে সেরা পণ্য তৈরিতেই বেশি আগ্রহী।অবশ্য,এশিয়ায় আইফোনের কদরের কথা ভেবে, টিম কুক তাঁর মত পালটেছেন কী-না তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ