খালেদা জিয়ার মামলা প্রত্যাহার না হলে দুর্বার আন্দোলন : ফারুক

joynul abedin faruk জয়নুল আবেদিন ফারুকরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করা না হলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার করলেন বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বিএনপি আয়োজিত ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন ফারুক। সম্প্রতি দুটি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদ জানানো হয় আলোচনায়।

ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এরশাদ-স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি। এই খুনিদের নিয়ে সরকার আজ ক্ষমতায় আছে এবং সংসদে এরশাদের জাতীয় পার্টিকে বিরোধী দলে বসিয়েছে। এ অপরাধে জনগণের আদালতে একদিন আওয়ামী লীগকে জবাব দিতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার নিজেদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলে দাবি করে। যদি সত্যিকার অর্থেই তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হতো তাহলে খুনি ও স্বৈরাচার এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ দিতে পারত না।’

উপজেলা নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনের প্রকৃত চিত্র আজকে সব জাতীয় সংবাদপত্রে উঠে এসেছে। সরকারের পক্ষ থেকে যতই বলা হোক, নির্বাচন সুষ্ঠু হয়েছে- জনগণের কাছে সেই মিথ্যাচার গ্রহণযোগ্য হবে না। কারণ আসল সত্যটা মানুষ জানে।’

কে এম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, কৃষক দলের কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাটসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ