গণতন্ত্র লাশ হতে বাকি: রিজভী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে গণতন্ত্রের গলা টিপতে টিপতে এমন পর্যায়ে নিয়ে আসা হয়েছে যে গণতন্ত্র এখন লাশ হতে বাকি আছে।
সোমবার বিকেলে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আমরা উপজেলা নির্বাচনে ভোট জালিয়াতি ও ভোটকেন্দ্র দখলের কথা আমরা বলছি না, আমরা বলবো প্রকাশ্যে দিনে দুপুরে ভোট ডাকাতি করেছে এই অবৈধ সরকার।
তিনি বলেন, আমরা অনেক আগে থেকে উপজেলা নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছি। অবৈধ সরকারের ষড়যন্ত্র ও চক্রান্তের কথা বলেছি। চতুর্থ দফা উপজেলা নির্বাচনের মাধ্যমে সেটি প্রমাণ হয়েছে।
মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছে বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী মানুষ বলতে কী বুঝিয়েছেন জানি না। তবে নিজের মানুষেরা মটর সাইকেল র্যালী করে আকাশের দিকে গুলি ফুটিয়ে কেন্দ্র দখলের যে মহা আনন্দ উৎসব করেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের উৎসব উল্লাসের ধ্বনি আকাশ বাতাস প্রকম্পিত করেছে।
নিবার্চন কমিশন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, নিবার্চন কমিশন স্বাধীন। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক স্বাধীনভাবেই কাজ করছে।
তিনি বলেন, নির্বাচনী কেন্দ্রে প্রধানমন্ত্রীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে মানুষ হত্যা, সরকারি সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে ও গুলি করে মহা-ধুমধামের সঙ্গে কেন্দ্র দখল, প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে জালভোট প্রদান, ব্যাপক সহিংসতা, প্রকাশ্যে ব্যালটে সিল মারা ও বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ব্যালেট বাক্স ছিনতাই করে অগ্নি সংযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে।
রিজভী বলেন, উপজেলা নির্বাচনে দেশব্যাপী ব্যাপক সহিংসতার প্রতিবাদে ঝড় বয়ে গেলেও নির্বাচন কমিশন নিরুত্তাপ ও নিশ্চুপ। সরকারি দলের সন্ত্রাস দমন দূরে থাক এর প্রতিবাদও করতে পারে না।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, শামিমুর রহমান শামিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাইদ খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।