ইয়েমেনে সেনা চেকপয়েন্টে হামলায় ২০ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাদরামাউত প্রদেশে একটি সেনা চেকপয়েন্টে অস্ত্রধারীদের হামলায় কমপক্ষে ২০ সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ছয় জন। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
সেনা সূত্রে বলা হয়েছে, অস্ত্রধারীরা কয়েকটি গাড়িতে করে চেকপয়েন্টে পৌঁছায় এবং একযোগে হামলা শুরু করে। আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলে সেনাবাহিনী ধারণা করছে। এর আগে ১৮ মার্চ ইয়েমেন সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের দপ্তরে হামলায় একজন নিহত ও ১৩ জন আহত হন।
ইয়েমেনে আল-কায়েদা ব্যাপক শক্তিশালী বলে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে। এ অজুহাতে সেখানে মাঝেমধ্যেই পাইলটবিহীন বিমানের (ড্রোন) সাহায্যে হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন ড্রোন হামলায় এ পর্যন্ত বহু বেসামরিক ব্যক্তিও হতাহত হয়েছে। জবাবে মাঝে মাঝে বিভিন্ন সরকারি পয়েন্টে হামলা করে থাকে অস্ত্রধারীরা।