ক্রিমিয়া থেকে সেনা সরিয়ে নেয়ার নির্দেশ ইউক্রেনের
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সম্প্রতি রাশিয়ার ভূখন্ডে পরিণত হওয়া ক্রিমিয়া থেকে নিজেদের সামরিক বাহিনীকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন ইউক্রেনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট আলেকজান্ডার তুর্চিনোভ।
তিনি ঘোষণা করেছেন, রাশিয়া সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারের লোকজনের জীবন হুমকির মুখে ফেলে দেয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ক্রিমিয়া ও সেভাস্তোপোল অঞ্চলে ইউক্রেনের প্রায় সব সামরিক ঘাঁটিই দখল করে নিয়েছে রাশিয়া। এমনকি ফিওদোসিয়ার ইউক্রেনের নৌ ঘাঁটিটিও দখল করে নিয়েছে মস্কোপন্থীরা।
এর আগে গত সপ্তাহে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভূক্ত করে নেয়া হয়। যদিও পশ্চিমারা রাশিয়ার এ উদ্যোগকে অবৈধ বলে উল্লেখ করেছে। কিন্তু তাতে কোন কর্ণপাত করেনি মস্কো।
ইউক্রেন সংকট ও তার সমাধান নিয়ে শিল্পোন্নত জি-৭ এর বৈঠকে যৌথ উদ্যোগ নেয়ার বিষয়ে আলোচনা করা হবে। নেদারল্যান্ডের হেগে ওই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈশ্বিক পারমাণবিক নিরাপত্তা বিষয়ক দীর্ঘ সম্মেলনের মাঝেই ইউক্রেন নিয়ে আলোচনা হবে।
ইউক্রেনের অস্থায়ী প্রেসিডেন্ট তুর্চিনোভ বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বায়ত্বশাসিত ক্রিমিয়া অঞ্চলের সামরিক ইউনিটগুলোকে পুনর্বিন্যাস করার একটি সিদ্ধান্তে পৌঁছেছে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল।
রাশিয়া ফিওদোসিয়া নৌ ঘাঁটি দখলে নেয়ার কিছুক্ষণ পরই এমন সিদ্ধান্ত নিল ইউক্রেন। ৪৮ ঘন্টার মধ্যে ক্রিমিয়ায় থাকা ইউক্রেনের কমপক্ষে এমন তিনটি ঘাঁটির দখল নিল মস্কো।