বর্তমান সরকারের স্লোগান হচ্ছে ‘দখলের বিনিময়ে বিজয়’
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আগে আমাদের দেশের সরকারের স্লোগান ছিল কাজের বিনিময়ে খাদ্য। আর বর্তমান সরকারের স্লোগান হচ্ছে দখলের বিনিময়ে বিজয়।’
সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাচন নিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী লীগ তাদের প্রার্থীদের বলে দিয়েছে, যে যত বেশি দখল করতে পারবে তাকেই বিজয়ী করা হবে।’
তিনি বলেন, ‘তারাই স্বাধীনতার পক্ষে যারা গণতন্ত্র, মানবাধিকার, নারীর অধিকারের পক্ষে। আর যারা এইসব কিছুতে বিশ্বাস করে না তারা স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে হত্যা করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে।’
এই সরকারকে আর অনাচার করতে, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার, আর হয়রানি করতে দেওয়া যাবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এদেরকে বিদায় করতে হবে। দেশের প্রতিটি আন্দোলনে ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল। এই স্বৈরাচারী সরকারকে বিদায় করতে হলে ছাত্রদলকে অগ্রণী ভুমিকা রাখতে হবে।’
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, ‘ষডযন্ত্র করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ গঠন করে হয়রানি করছে। এ জন্যই শুনানির আগের দিন বিচারক পরিবর্তন করা হয়েছিল। সরকারের ইচ্ছায় এই মামলায় অভিযোগ গঠন হয়েছে।’
তিনি বলেন, ‘বর্তমান সংসদের সদস্যরা খয়রাতি সাংসদ। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। কে অবসরে বা নির্বাসনে যাবে সেটা জনগণ ঠিক করবে। যদি সৎ সাহস থাকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুন। তখন প্রমাণ হবে কাকে অবসরে পাঠানো হবে।’
আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন আলম, আসাদ উজ জামান রিপন প্রমুখ।