ডিএসইর সামনে বিক্ষোভ বিনিয়োগকারীদের

DSE Srike ডিএসইরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ধারাবাহিক দর পতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরীর নেতৃত্ব দুপুর সোয়া ১টায় বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন।

বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংক এবং আইসিবির উদাসীনতার কারণে বাজারে টানা দরপতন হচ্ছে। সরকার পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য ১০৯ কোটি টাকা দিয়েছে আইসিবির কাছে। এ টাকা আমাদের আন্দোলনের ফসল। কিন্তু আইসিবি ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান বিনিয়োগকারীদের বঞ্চিত করেছে।

বিক্ষোভের সময় ফায়েকুজ্জামানকে তার পদ থেকে সরে দাঁড়ানোর দাবি জানান বিক্ষোভরত বিনিয়োগকারীরা। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্ণরকে আইএমএফের দালাল বলেও আখ্যায়িত করেন তারা। বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী, বাংলাদেশ বাংকের গভর্ণর এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কার্যক্রম সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে শ্লোগান দেয়।

২০১০ সালে ধসের সময় যারা বাজার থেকে টাকা লুট করেছে তাদের দ্রত বিচারের আওতায় আনা হোক। একই সাথে লুটের টাকা বাজারে ফেরত আনার দাবিও করেন তারা। এছাড়া বাজারকে গতিশীল করতে বিএসইসি’র হস্তক্ষেপ কামনা করেন বিনিয়োগকারীরা।

এ সময় উপস্থিত ছিলেন, বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক, সহসভাপতি গোলাপ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক হারুন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ