পুনঃভোটে ম্যাজিস্ট্রেট নিয়োগে জেলা প্রশাসককে ইসির চিঠি

Nirbachon komission নির্বাচন কমিশনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ৬ জেলার স্থগিত উপজেলা নির্বাচনে পুনঃভোটের জন্য ১৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জেলা প্রশাসককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচনের সহিংসতার ধারাবাহিকতায় এবারও চতুর্থ ধাপের নির্বাচনে ব্যালট ছিনতাই, সহিংসতার ঘটনা ঘটেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কারণে ৬ জেলার ৩২টি ভোট কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার চতুর্থ ধাপের স্থগিত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় পুনঃভোট গ্রহণ করা হবে।

নির্বাচনী সহিংসতা যেন পুনঃরায় না হয় সে জন্য ইসি চাঁদপুর, লক্ষীপুর, কিশোরগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ ও কুমিল্লা জেলার জেলা প্রশাসককে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছে। আর স্থগিত ৬ জেলার ৩২ কেন্দ্রের মধ্যে ভোটের পার্থক্যের উপর ভিত্তি করে ১৪টি কেন্দ্রে ভোট নেয়া হবে।

সোমবার নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ এর সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

লক্ষীপুর জেলার কমলনগরে ১টি, কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১টি, বরিশালের হিজলায় ৩টি, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২টি, কুমিল্লা জেলার তিতাস উপজেলায় ১টি কেন্দ্রে, ময়মনসিংহের গৌরিপুরে ৩টি ও মুক্তাগাছায় ৩টি উপজেলায় পুনঃভোট নেয়া হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ