রুবেলের জায়গায় আসতে পারেন তাসকিন!
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইনজুরিতে পড়েছেন মাশরাফি বিন মর্তুজা। তার জায়গায় হংকংয়ের বিপক্ষে খেলা পেসার রুবেল আবার বলই করতে পারেননি ম্যাচটিতে! একটি ক্যাচ নিতে গিয়ে ডান হাতের অনামিকায় চোট নিয়ে মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে। সেই ইনজুরিতে শেষ হতে চলেছে রুবেলের বিশ্ব টি-টোয়েন্টি।
বাংলাদেশ দল সংশ্লিষ্ট সূত্র মতে, রুবেলের রিপ্লেসমেন্ট হিসেবে আরেকজনকে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। বিবেচনায় ছিলেন দুজন- জিয়াউর রহমান এবং তরুণ পেসার তাসকিন আহমেদ। তবে এঁদের মধ্যে তাসকিনেরই ভাগ্য খোলার সম্ভাবনা বেশি বলেও জানিয়েছে দলঘনিষ্ঠ কয়েকটি সূত্র।
যদিও বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং এখন পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলছেন না। তাঁর কথা, ‘ওর ডান হাতের অনামিকার হার স্থানচ্যুত হয়ে আবার জায়গামতো বসে গেছে। আমরা ওর অবস্থা পর্যবেক্ষণ করব। ওর আঙুলে স্ক্যানও করানো হবে।’ কিন্তু চোটটা এমন জায়গায় যে বল ছাড়ার আগে তা বাড়তি জোর প্রয়োগে বাধা হবে বলে টিম ম্যানেজমেন্টও তাঁর রিপ্লেসমেন্ট নেওয়ার পক্ষে বলে জানা গেছে।