দক্ষিন ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে বিমানটি

malaysia plane মালয়শিয়া বিমানআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ মালেশিয়ার বিমান ফ্লাইট এমএইচ৩৭০ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে মালেশিয়া। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক যাত্রীদের স্বজনদেরকে অবহিত করেছেন যে, দক্ষিণ ভারতীয় মহাসাগরে অস্ট্রেলিয়ার পার্থের পশ্চিমে বিধ্বস্ত হয়েছে বিমানটি।

সাম্প্রতিক সময়ে সর্বশেষ পাওয়া তথ্য ও গবেষণার উপর ভিত্তি করে এমএইচ৩৭০ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মালেশিয়ার প্রধানমন্ত্রী। এ বার্তা বিমানে থাকা ২৩৯ জন যাত্রীর পরিবারকে মালেশিয়া এয়ারলাইন্সের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে।

এর আগে নিখোঁজ বিমানের যাত্রীদের পরিবারের কাছে একটি মেসেজ পাঠানো হয়। তাতে বলা হয়, সন্দেহ করা হচ্ছে বিমানটির আর কোন হদিস নেই। এবং এর কোন যাত্রীর বেঁচে থাকারও কোন আশা আর নেই।

৮ মার্চ মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবার ১ ঘন্টা পর উধাও হয়ে যায় বিমানটি। কোন প্রকার আবহওয়াজনিত সমস্যা না থাকার পরও বিমানটির উধাও হয়ে যাওয়া বড় ধরণের রহস্যের জন্ম দিয়েছে।

দক্ষিণ ভারতীয় মহাসাগরে বিমানটির ধ্বংসাবশেষের আন্তর্জাতিক অনুসন্ধান শুরুর ৫ দিনের মাথায় এটি বিধ্বস্ত হওয়ার ঘোষণা এলো মালেশিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। তিনি বলেন, ব্রিটেনের এয়ার দুর্ঘটনা তদন্ত শাখা ও একই দেশের উপগ্রহ তথ্য সরবরাহকারী কোম্পানির উপসংহার হচ্ছে- এমএইচ৩৭০ দক্ষিণ করিডোর ধরে এগিয়ে গেছে। এর সর্বশেষ অবস্থান ছিল ভারত মহাসাগরের মধ্যখানে পার্থের পশ্চিমে।

নাজিব রাজাক বলেন, জায়গাটি সম্ভাব্য কোন ল্যান্ডিং সাইট থেকে অনেক দূরে অবস্থিত। ফলে আমি অত্যন্ত অনুতাপ ও দুঃখের সঙ্গে আপনাদের জানাতে বাধ্য হচ্ছি যে, দক্ষিণ ভারতীয় মহাসাগরে ফ্লাইট এমএইচ৩৭০ এর দুর্ভাগ্যজনক পরিসমাপ্তি ঘটেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ