পাটগ্রাম সীমান্তে বিএসএফ ধরে নিয়ে গেছে বাংলাদেশিকে

BSF বিএসএফসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, লালমনিরহাটঃ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে জাহেদুল ইসলাম (৩৫) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। মঙ্গলবার ভোর ৬টার দিকে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের কিসামত মিজমা সীমান্তের মেইন পিলার ৫৫৫ নম্বর এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

আটক গরু ব্যবসায়ী জাহেদুল ইসলাম পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাত্তার বাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সফিউল ইসলাম শফি জানান, জাহেদুল ইসলাম গরু নিয়ে ভারত থেকে ফেরার পথে ১০৪ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায় ।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ