টোল আদায় নিয়ে ব্যাকফুটে সরকার

Govt-logo-sm20130204080728সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মন্ত্রিপরিষদ সচিবের ব্রিফিংয়ের এক দিন পর যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘টোল নীতিমালা’য় দেশের সড়ক পথে নতুন করে কোন টোল আরোপ করা হয়নি। নতুন ভাবে কোন সড়ক নির্মিত হলে সে সড়কে টোল আরোপ করা হবে কিনা, তা সরকার সার্বিক বিবেচনা করে যথাসময়ে সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের ‘টোল নীতিমালা ২০১৪’র’ চুড়ান্ত অনুমোদনের কথা জানিয়ে বলেছিলেন- ‘এই নীতিমালা অনুযায়ী সব ধরণের পরিবহনকে মহ-সড়ক, আঞ্চিলিক সড়ক ও জেলা সড়কে চলতে টোল দিতে হবে। দেশের সকল সড়ককে টোলের আওতায় আনার লক্ষে সর্ব নিন্ম ৫ টাকা ও সর্বোচ্চ ১ হাজার টাকা টোলের বিধান রাখা হয়েছে।’ন
যোগাযোগমন্ত্রী বলেন, টোল নীতিমাল-২০১৪ এর মাধ্যমে নতুন করে মহাসড়ক, আঞ্চলিক ও জেলা সড়কে টোল আরোপ করা হচ্ছে না। তিনি আরো বলেন, দেশে নতুন ভাবে কোন সড়ক নির্মিত হলে সে সড়কে টোল আরোপ করা হবে কিনা, বা কত টাকা টোল হবে, তা সরকার সার্বিক বিবেচনা করে যথাসময়ে সিদ্ধান্ত নেবে।
এক প্রশ্নের জবাবে ওবায়িদুল কাদের বলেন, নতুন টোল নীতিমালা অনুযায়ী ২০০ মিটারের নিচের সব সেতু টোলের আওতামুক্ত রাখা হয়েছে। তবে ফেরীর স্থলে নতুন স্থায়ী সেতু নির্মিত হলে দৈর্ঘ্য নির্বিশেষে কমপক্ষে এক বছর পর্যন্ত টোল আদায়যোগ্য হবে।

এদিকে সরকারের সংশ্লিষ্ট একটি সুত্র জানায়, সড়ক পথে সকল প্রকার পরিবহন থেকে টোল আদায়ের সরকারী সিদ্ধান্তে দেশের যোগাযোগ ও পরিবহন সেক্টরে চরম বিশৃংখলা সৃষ্টি হতে পারে এমন আশংকায় সরকার ব্যাকফুটে সরে এসেছে।
সুত্র আরো জানায়, বিষয়টি নিয়ে সোমবার রাতে সরকার সমর্থিত পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে একাধিক বৈঠকে সরকারকে এমন আত্মঘাতি সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানানো হয়। পরিবেহন মালিক-শ্রমিকরা বলেন, সরকারের এমন সিদ্ধান্তে সড়ক ও পরিবহন সেক্টরে নতুন করে চাঁদাবাজি শুরু হবে। ক্ষমতাসীনদের সুযোগ সন্ধানী নেতারা এত জড়িয়ে পড়বেন। বিষয়টি সার্বিক বিবেচনায় নিয়ে সরকার সড়ক পথে টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলেও মনে করেন মালিক-শ্রমিকরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ