ক্রিমিয়া নিয়ে প্রথমবারের মতো বৈঠকে বসেছে রাশিয়া-ইউক্রেন

Russia Ukrain discus রাশিয়া ইউক্রেন আলোচনাআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার ইউক্রেনীয় সমকক্ষ অ্যান্দ্রি দেশচিত্‌সিয়া’র সঙ্গে বৈঠক করেছেন। ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটের জের ধরে প্রজাতন্ত্রটি রুশ ফেডারেশনের সঙ্গে একীভূত হয়ে যাওয়ার পর দুই দেশের মধ্যে এই প্রথম কোনো বৈঠক অনুষ্ঠিত হলো।

ইউক্রেনের পাশ্চাত্যপন্থী অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী হেগে পরমাণু নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনের অবকাশে সোমবার ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী ঠিক কী কী বিষয়ে আলাপ করেছেন তা জানা যায়নি। অবশ্য সাক্ষাতের পর ল্যাভরভ এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনের জনগণের স্বার্থে তিনি এ বৈঠক করেছেন। এ সাক্ষাতের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের পাশ্চাত্যপন্থী সরকারকে স্বীকৃতি দিল কি-না এমন প্রশ্নের উত্তরে ল্যাভরভ বলেন, তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এ বৈঠক করেছেন।

শিল্পোন্নত আট দেশের সংস্থা জি-৮ থেকে কার্যত রাশিয়াকে বের করে দেয়ার সিদ্ধান্তে রাশিয়া মোটেও বিচলিত নয় বলেও জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।

আগামী জুন মাসে রাশিয়ার সোচি শহরে জি-৮ গ্রুপের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই গ্রুপ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়াকে ছাড়াই জুন মাসেই সম্মেলনটি ব্রাসেলসে অনুষ্ঠিত হবে। আমেরিকা, জাপান, জার্মানি, ইতালি, ফ্রান্স, কানাডা ও ব্রিটেনকে নিয়ে গঠিত জি-৭ গ্রুপে ১৯৯৯ সালে রাশিয়াকে সংযুক্ত করা হয়। তখন থেকে জি-৭ গোষ্ঠী পরিচিতি পায় জি-৮ গ্রুপ হিসেবে। কিন্তু ক্রিমিয়া সংকটকে কেন্দ্র করে মার্কিন নেতৃত্বাধীন এ গ্রুপ থেকে কার্যত রাশিয়াকে বের করে দেয়া হলো। এ ছাড়া, ব্রাসেলস বৈঠক থেকে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত আসতে পারে বলেও জানা গেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ