জাপান যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক স্টকপাইল হস্তান্তর করবে
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাপান ১০০ কিলোগ্রাম ভরের, পারমাণবিক শক্তিসমৃদ্ধ একটি স্টকপাইল যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে স্টপাইলটিকে বিনষ্ট করা হবে। জাপানের প্রেসিডেন্ট পারমাণবিক নিরাপত্তা সম্মেলনে সোমবার এ বক্তব্য দেন। রয়টার্স।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জাপানের প্রেসিডেন্ট শিনজো আবে সম্মেলনের বলেন, জাপানের পারমাণবিক গবেষণাকেন্দ্র ফাস্ট ক্রিটিক্যাল এসেম্বলী থেকে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম এবং পৃথককৃত প্লুটোনিয়াম সরিয়ে নেয়া হবে।
ইউরেনিয়ামের মতো প্লুটোনিয়ামও পারমাণবিক গবেষণাকাজে ব্যবহৃত হয় এবং এ দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।
এ বছরের শুরুতে জাপানের বিরুদ্ধে চীনের কাছ থেকে অভিযোগ এসেছিল- জাপান ঝুঁকিপূর্ণ পরিমাণে প্লুটোনিয়াম জমা করছে। যুক্তরাষ্ট্র এবং ভিয়েনায় অবস্থিত জাতিসংঘের পারমাণবিক সংস্থা সে অভিযোগের প্রেক্ষিতে জানায়- তারা এ নিয়ে চিন্তিত নয়।
নেদারল্যান্ডের হেগ-এ অনুষ্ঠিত এ সম্মেলনে মোট ৫৩ টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। ২০১০ সালের পর থেকে পারমাণবিক নিরাপত্তার ইস্যুতে এ সম্মেলনটি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো। ২০১০ সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।