বাস্তবতার নিরিখে জিএসপি: বাণিজ্যমন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বানিজ্য মন্ত্রী তোফয়েল আহমেদ আশাবাদ ব্যাক্ত করে বলেছেন, জিএসপি সুবিধা ফিরে পেতে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেবে মার্কিন যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বানিজ্য মন্ত্রনালয়ে নিজ কক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মানের রাষ্ট্রদূত অলব্রিজ কুনজের সঙ্গে বৈঠক শেষে সংক্ষিপ্ত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বানিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশের পোশাক শিল্পখাতে যখন স্থিতিবস্থা বিরাজ করছে, সেই মুহুর্তে এই খাত নিয়ে মার্কিন কংগ্রেসম্যান রবার্ট মেন্ডেসের বক্তব্য দূভার্গ্যজনক।
মার্কিন কংগ্রেসম্যান রবার্ট মেন্ডেস আজ মঙ্গলবার বিজিজএমইএ’র সভাপতিকে দেয়া এক চিঠিতে বলেছেন, ‘বাংলাদেশে গার্মেন্ট শিল্পের পরিবেশের উন্নয়ন হয়নি। অব্যাহত আছে শ্রমিক নির্যাতন।’
তোফায়েল আহমেদ সাংবাদিকদের আরো বলেন, সরকারকে ডিঙ্গিয়ে অনেকে দেশের পোশাক খাত নিয়ে আমেরিকান দুতাবাশে বিভিন্ন নালিশ করা হয়ে থাকে। যাতে করে বাংলাদেশের এই খাতের অগ্রযাত্রা ব্যাহত হয়।
তিনি বলেন, মার্কিন বাজারে জিএসপি সুবিধা ফেরত পেতে তাদের দেয়া সব শর্ত আগামী ৩১ মার্চের মধ্যে পূরণ করা হবে। এই মুহুর্তে মার্কিন কংগ্রেসম্যান রবার্ট মেন্ডেসের এমন বক্তব্য সরকারের বোধগম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।