চট্টগ্রাম বিমানবন্দর থেকে সাড়ে ৩ মণ স্বর্ণ উদ্ধার, আটক ৭
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৩মণ স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার সময় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি০২৬ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বিমানটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল।
সূত্র জানায়, দুইটি ব্রিফকেস থেকে ৯০২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৪৫ কোটি ১০ লাখ টাকা।
বিমানটি থেকে চট্টগ্রামের যাত্রীরা নেমে যাওয়ার পরে ঢাকার কয়েকজন যাত্রীর সিটের নিচ থেকে বারগুলো উদ্ধার করা হয়। সন্দেহ হওয়ায় ওই সাত যাত্রীকে আটক করা হয়েছে।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।