বিমানযাত্রীদের ক্ষুব্ধ স্বজনদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চীনের রাজধানী বেইজিংয়ে নিখোঁজ বিমানযাত্রীদের স্বজনদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বেইজিংয়ে মালয়েশীয় দূতাবাসের সামনে স্বজনরা বিক্ষোভ শুরু করলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়ে ডুবে গেছে-গতকাল মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাকের এরকম ঘোষণার পরপরই বিক্ষুব্ধ স্বজনরা বেইজিংয়ে মালয়েশীয় দূতাবাস ঘেরাও করতে যায়। পরে দূতাবাসের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
স্বজনদের অভিযোগ, মালযেশীয় সরকার শুরু থেকে এ ঘটনা নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছে। তারা বিমান যাত্রীদের স্বজনদের সঙ্গে এক ধরণের প্রতারণা করেছে। স্বজনরা নিখোঁজ বিমান নিয়ে প্রকৃত ও সত্য তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন মালয়েশীয় সরকারকে।
এদিকে মালয়েশীয় প্রধানমন্ত্রীর এরুপ ঘোষণার সপক্ষে তথ্য দাবি করেছে চীন। তথ্য না পাওয়া পর্যন্ত বিমানটি ভারত মহাসগারে বিধ্বস্ত হওয়ার বিষয়টিকে এখনো মানতে রাজি নয় তারা। উদ্ভূত পরিস্তিতিতে ভারত মহাসাগরে প্রতিকূল আবহাওয়ার জন্য অনুসন্ধান স্থগিত রয়েছে।