ডিসিসির ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক

dudokসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দুর্নীতির অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি)তিন প্রকৌশলিসহ চার জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।শীঘ্রই মামলাটি দায়ের করা হবে।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করা হবে তারা হলেন মেসার্স আতিক কনস্ট্রাকশনের মালিক বি এম আতিকুল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিসিসি) উপ-সহকারী প্রকৌশলী নির্মল চন্দ্র দে, সাবেক সহকারী প্রকৌশলী ও বর্তমানে পটুয়াখালীর বাউফল উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিভিশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মেছবাহুল করিম।

দুদকের অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ নং ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) নং ধারায় একটি মামলা করার অনুমোদন দিয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, রাজধানীর দয়াগঞ্জ্ সুইপার কলোনীতে ৬ তলা ভবন নির্মাণ কাজ করেন প্রধান আসামি আতিক কনস্ট্রাকশনের মালিক আতিকুল্লাহ। ভবন নির্মাণে অন্যান্য আসামিদের সহায়তায় নিম্ন মানের উপাদান ব্যবহার করা হয়। এতে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভবনের প্রায় অর্ধেক অংশ ধসে পড়ে। যেখানে সরকারের ৫৮ লাখ ১৪ হাজার ৫৮৬ টাকা ক্ষতি হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ