টস জিতে বোলিং করার সিদ্ধান্ত বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ক্রিকেটের অন্য সংস্করণে আলোঝলমলে পারফর্ম্যান্স হলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশ একেবারেই ম্লান। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যাপারটা আলাদা। গোলকধাঁধা হয়ে থাকা টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে চার ম্যাচের দুটিই জিতেছে বাংলাদেশ। আজ সংখ্যাটা মুশফিকুর রহিমের দল নিয়ে যেতে চায় তিনে। সেই অভিযানে টস জিতে বোলিং বেছে নিয়েছেন মুশফিকুর রহিম।
রুবেলের ইনজুরির সুবাদে দলে আসা জিয়াউর রহমান একাদশে ফিরেছেন আজ। গেইলবধ করতে ফিরেছেন সোহাগ গাজীও। ইনজুরি শংকা কাটিয়ে ফিরেছেন মাশরাফিও। সবমিলিয়ে হংকংয়ের বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন চারজন। বাদ পড়া চারজন হলেন নাসির,ফরহাদ রেজা,রাজ্জাক ও রুবেল। তবে ভারতের বিপক্ষে খেলা একাদশই অপরিবর্তিত রেখেছে উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে বিধ্বস্তই হয়েছে ভারতের বিপক্ষে। সেই হতাশাটা তারা আজ কাটাতে মুখিয়ে বাংলাদেশের বিপক্ষে। বিপরীতে স্পিন ফাঁসে ওয়েস্ট ইন্ডিজকে বধ করে সুপার টেনের শুরুটা ভালো করতে প্রত্যয়ী মুশফিক-সাকিবরা। ম্যাচটা তাই উপভোগ্যই হওয়ার কথা।